X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

যৌন হয়রানির প্রতিবাদে নীরবতা ভাঙার ডাক হলিউড নারীদের

বিদেশ ডেস্ক
০২ জানুয়ারি ২০১৮, ০৯:১৪আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১৪:৪২

নববর্ষে নিউ ইয়র্ক টাইমসের পাতাজুড়ে এক বিজ্ঞাপনে যৌন হয়রানির বিরুদ্ধে চলমান লড়াইকে সংহত করার ডাক দিয়েছেন পৃথিবীর চলচ্চিত্র রাজধানী বিবেচিত হলিউডের তিনশ’র বেশি অভিনেত্রী, নারী স্ক্রিপ্টরাইটার আর পরিচালক। চলচ্চিত্র শিল্প আর কর্মক্ষেত্রে হয়রানির প্রতিবাদে ‘টাইমস আপ’ নামের এই আন্দোলন এরইমধ্যে ১ কোটি ৩০ লাখ ডলারের তহবিল যোগাড় করে ফেলেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এসব তথ্য জানা গেছে।

আন্দোলনের অন্যতম সমর্থনকারীদের অস্কারজয়ী অভিনেত্রী নাটালি পোর্টম্যান

গত বছরজুড়ে শীর্ষ অভিনেত্রীরা প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে একের পর এক হয়রানির অভিযোগ আনার পর এই আন্দোলনের ডাক আসলো। নারীরা এই আন্দোলনকে বর্ণনা করেছেন, ‘বিনোদন আর সবখানের নারীদের পরিবর্তনের জন্য একত্রিত’ হওয়ার আহ্বান হিসেবে।

নিজেদের ওয়েবসাইটে লেখা এক সংহতিপত্রে টাইমস আপ বলেছে, ‘নারীদের নীরবতা ভাঙার লড়াই, মর্যাদা বৃদ্ধি আর কেবল শোনা কথার ইতি টানা হবে। আর এসবের বিরুদ্ধে টাইমস আপ হবে অভেদ্য একাধিপত্য।’

নাটালি পোর্টম্যান, রিজ উইদারস্পুন, কেট ব্লানচেট, ইভা লঙ্গোরিয়া, এমা স্টোনের মতো অভিনেত্রীরা শামিল হয়েছেন এই আন্দোলনে। এরই মধ্যে গঠিত হয়েছে হয়রানির শিকার নারী-পুরুষদের আইনগত সহায়তার জন্য একটি তহবিল। দেড়কোটি ডলারের লক্ষ্যমাত্রার এই তহবিলে এখনই জমা পড়েছে এক কোটি ৩০ লাখ ডলার।

প্রাথমিকভাবে এই আন্দোলন থেকে কৃষিক্ষেত্র, কারখানা শ্রমিক, কেয়ারটেকার আর গৃহকর্মীর মতো কাজে নিয়োজিতদের সুরক্ষায় আইনি সহায়তা দেওয়া হবে। ‘লিঙ্গ বৈষম্য আর ক্ষমতার ভারসাম্য’ নিয়েও কথা বলা হবে জানিয়েছে টাইমস আপ।

গত বছরে যৌন হয়রানির বিরুদ্ধে কথা বলে ওঠা নারী-পুরুষদের ‘দি সাইলেন্স ব্রেকার’ আখ্যায়িত করে ডিসেম্বর মাসে তাদের বর্ষসেরার তালিকায় স্থান দেয় টাইমস ম্যাগাজিন। অভিনেত্রী এলিসা মিলানো টুইটারে ‘মি টু’ হ্যাশট্যাগ ব্যবহার করে এই হয়রানির প্রতিবাদে শামিল হওয়ার ডাক দিলে সরব হয়ে ওঠে ইন্টারনেট জগত। কথা বলে ওঠেন পৃথিবীর নানা প্রান্তের নারী আর পুরুষেরা। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে টুইটার আর ফেসবুকে ৬০ লাখেরও বেশি বার ব্যবহার হয় এই হ্যাশট্যাগ।

 

/জেজে/আরএ/
সম্পর্কিত
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
সর্বশেষ খবর
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস