X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

‘ভোর চারটায় কেন ট্রাম্প পাকিস্তান নিয়ে ভাবতে শুরু করলেন?’

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৮, ১৭:২০আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ১৭:২৭
image

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের সঙ্গে ‘ইতিবাচক আলোচনা’ সত্ত্বেও কেন প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানবিরোধী অবস্থান নিলেন, তা খতিয়ে দেখবে ইসলামাবাদ। দেশটির পররাষ্ট্র সচিব তাহমিনা জানজুয়া এ কথা জানিয়েছেন। প্রশ্ন তুলেছেন, ঠিক কী কারণে ভোর চারটায় পাকিস্তানবিরোধী টুইট করলেন ট্রাম্প। সংবাদমাধ্যম ডন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে মাপা পদক্ষেপ ফেলার কথা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব।
‘ভোর চারটায় কেন ট্রাম্প পাকিস্তান নিয়ে ভাবতে শুরু করলেন?’

নববর্ষের দিনের প্রথম প্রহরে এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যাচার ও সন্ত্রাসবাদে মদদের অভিযোগ তোলেন। ওই টুইটের বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র সচিব বলেন, হতে পারে খুব চিন্তা ভাবনা করে ট্রাম্প টুইট করেছেন, আবার হতে পারে আবেগের প্রকাশ অথবা অন্য কোনও কারণও থাকতে পারে- যেমন অনেকের মনে হতে পারে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে ভালো করছে না।

গত বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে পাকিস্তান সফরে গিয়ে সন্ত্রাসবাদবিরোধী লড়াই জোরদারে ইসলামাবাদ-ওয়াশিংটন পারস্পরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার পক্ষে মত দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাটিস। সন্ত্রাসবাদ-এর গোড়ার সংকট শনাক্ত করতে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে কাজ করারও ঘোষণা দেন তিনি। জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ট্রাম্পের কঠোর অবস্থানের প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়তে চান তারা। যেন সন্ত্রাসের উৎস শনাক্তে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা যায়।

পাকিস্তানের করাচির ইনস্টিটিউট অব বিজনেস ম্যানেজমেন্টে (আইবিএ) ‘পাকিস্তানের পররাষ্ট্র নীতির ইস্যু’ শীর্ষক আলোচনায় ম্যাটিসের সেই সফরের প্রসঙ্গ উল্লেখ করে তাহমিনা বলেন,  ‘মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ম্যাটিসের সঙ্গে আলোচনার কথা আমরা ভুলে যাইনি। আর তা ছিলো যথেষ্ট ইতিবাচক। ভোর চারটায় কেন মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তান আর ইরান নিয়ে ভাবতে শুরু করলেন? ইরানে নাহয় তবুও কিছু একটা ঘটছে, কিন্তু পাকিস্তান?’

ট্রাম্পের টুইটের ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দফতর থেকে পাকিস্তানকে নিরাপত্তা সহায়তা দেওয়া বন্ধের ঘোষণা আসে। যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট অভিযোগ, তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়নি ইসলামাবাদ। শনিবার  করাচির সেমিনারে বৈশ্বিক আর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে পাকিস্তানের পররাষ্ট্র সচিব ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে দৃষ্টি ফেরান। এই স্লোগান ট্রাম্পকে ক্ষমতায় এনেছে বলে মন্তব্য করেন তিনি। তাহমিনা বলেন, জানুয়ারির ১ তারিখের এই টুইটটি নানা কারণে এসেছে। আমরা বিশ্লেষণ করতে চেষ্টা করছি কেন এই টুইট করা হয়েছে। হতে পারে সকালেই তাকে কিছু ব্রিফিং ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে… তাতে আসলে কি ছিলো?

আইবিএ’র সেমিনারে তাহমিনা বলেন, যুক্তরাষ্ট্রের দিক থেকে আসা প্রতিটি আচরণের প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে আমাদের মাপা পদক্ষেপ ফেলা উচিত। তিনি জানান, যতক্ষণ সম্ভব ততক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রেখে চলবে পাকিস্তান। বলেছেন, ‘এর কারণ আমেরিকা শুধুমাত্র একটি বিশ্ব শক্তি নয় বরং এই অঞ্চলে তাদের উপস্থিতি রয়েছে। আর আমাদের জন্য তা আমাদের প্রতিবেশির মতো।’

 

/জেজে/বিএ/
সম্পর্কিত
আর্মেনিয়া সীমান্তের চারটি গ্রাম নিয়ন্ত্রণে নিলো আজারবাইজান
লোকসভা নির্বাচন: ষষ্ঠ দফায় ৫৮টি আসনে ভোটগ্রহণ চলছে
৪৮ ডিগ্রি ছাড়ালো রাজস্থানের তাপমাত্রা, ৯ জনের মৃত্যু
সর্বশেষ খবর
বেইজিং যাচ্ছেন পররাষ্ট্র সচিব
বেইজিং যাচ্ছেন পররাষ্ট্র সচিব
নদী রক্ষার যুদ্ধে আমরা জয়ী হবো: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নদী রক্ষার যুদ্ধে আমরা জয়ী হবো: নৌপরিবহন প্রতিমন্ত্রী
সেপটিক ট্যাংক নির্মাণ করতে গিয়ে প্রাণ গেলো ২ শ্রমিকের
সেপটিক ট্যাংক নির্মাণ করতে গিয়ে প্রাণ গেলো ২ শ্রমিকের
বিমান বাহিনীর নতুন প্রধান হাসান মাহমুদ খাঁন
বিমান বাহিনীর নতুন প্রধান হাসান মাহমুদ খাঁন
সর্বাধিক পঠিত
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
বেনজীরের বাঁচার উপায় কী
বেনজীরের বাঁচার উপায় কী
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান