X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে সতর্কতা যুক্তরাজ্যের

অদিতি খান্না, যুক্তরাজ্য
১৬ জানুয়ারি ২০১৮, ২৩:৩৫আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ২৩:৫৪

বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের যথাসময়ের আগেই মিয়ানমারে ফেরত পাঠানোর বিরুদ্ধে সতর্কতা জানিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের সদস্য এবং দেশটির মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে এ সতর্কতা জানানো হয়। তারা মনে করছেন রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার মতো নিরাপদ পরিবেশ এখনও তৈরি হয়নি। কেননা বার্মিজ সেনাবাহিনী যুদ্ধের কৌশল হিসেবে ধর্ষণ এবং যৌন সহিংসতাকে ব্যবহার করেছে। সেখানে ধর্ষণকে যুদ্ধের একটি ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে।

বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে সতর্কতা যুক্তরাজ্যের নতুন এক প্রতিবেদনে বিষয়টি নিয়ে কথা বলেছে যুক্তরাজ্যের হাউস অব কমন্স ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কমিটি। এতে বলা হয়েছে, এটা পরিষ্কার যে, বার্মার (মিয়ানমার) সেনাবাহিনী ধর্ষণ ও যৌন সহিংসতাকে যুদ্ধের একটি অস্ত্রের মতো ব্যবহার করছে। এমন বাস্তবতায় দেশটিতে সাম্প্রতিক সহিংসতা শুরু হওয়ার পর সাড়ে ৬ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এটা এক ব্যাপক মানবিক ট্র্যাজেডি। এই রাষ্ট্রহীন রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে নিজ দেশে শিকার হচ্ছেন নানা রাষ্ট্রীয় নিপীড়নের।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য মনে করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশ 'দ্রুত পদক্ষেপ' নিচ্ছে।

কমিটি বলছে, ‘বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রথাগত নেতৃত্ব ব্যবস্থা ভেঙ্গে পড়লেও রোহিঙ্গা ফেরতের ব্যাপারে তাদের মতামতের অভাবের বিষয়টি উদ্বেগজনক। বার্মায় বাস্তুচ্যুত রোহিঙ্গা বা অন্য সংখ্যালঘুদের ফেরতের ব্যাপারে গত ২০ বছরের অভিজ্ঞতা তাদের ওপর আস্থা রাখার মতো নয়। এটা গুরুতর উদ্বেগের বিষয়।’

তাছাড়া যে এক লাখ রোহিঙ্গাকে ফেরতের কথা বলা হয়েছে তাদের মতামতের বিষয়টি গুরুত্বপূর্ণ। তারা কোথায় যাবে তা এখনও পরিষ্কার নয়। তাদের সুরক্ষা নিয়েও উদ্বেগ রয়েছে। এই মানুষগুলোর জন্য যেন স্বনির্ভর হয়ে উঠতে পারে, সেজন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার।

হাউস অব কমন্স ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কমিটি বলছে, বার্মিজ কর্তপক্ষের কর্মকাণ্ড লাখ লাখ মানুষের জন্য মানবিক বিপর্যয় নিয়ে এসেছে। এর ফলে আন্তর্জাতিক সম্প্রদায়কে ত্রাণ সহায়তা হিসাবে বিলিয়ন পাউন্ড ব্যয় করতে হচ্ছে। এর বাইরে এই ঘটনার রাজনৈতিক প্রভাব রয়েছে। ওই এলাকা উগ্রপন্থী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য বারুদের একটি স্তূপ হয়ে আছে।’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণপূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পরিচালক জেমস গোমেজ। তিনি বলেন, রোহিঙ্গাদের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই তাদের ফেরত পাঠানোর সময়সীমা ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে যুক্তরাজ্য। তাদের ভ্যাকসিন কর্মসূচির আওতায় এসেছে ছয় সপ্তাহ থেকে ১৫ বছর বয়সের তিন লাখ ১৫ হাজারেরও বেশি শিশু।

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী পেনি মরডান্ট বলেন, আজকের দুনিয়ায় প্রতিরোধযোগ্য রোগে কোনও শিশুর মৃত্যু হওয়া উচিত নয়।

পেনি মরডান্ট-এর ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট  (ডিএফআইডি) রোহিঙ্গা শিশুদের ভ্যাকসিনেশন প্রোগ্রামে ২০ লাখ পাউন্ডের তহবিল যোগান দিচ্ছে। ওই কর্মসূচির জন্য ৩৪ লাখ পাউন্ডের তহবিল দরকার।

/এমপি/
সম্পর্কিত
১২ ঘণ্টার মাথায় রোহিঙ্গা ক্যাম্পে আরেক যুবককে হত্যা
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
রোহিঙ্গা ক্যাম্পে যুবককে হত্যা
সর্বশেষ খবর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?