X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ন্যায়বিচারের দাবিতে জয়নাবসহ ৮ শিশুর পরিবার সুপ্রিম কোর্টে

বিদেশ ডেস্ক
২১ জানুয়ারি ২০১৮, ১৫:৩৬আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ১০:৫৬
image

কাসুরে ২০১৫ সালের পর থেকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হওয়া আট শিশুর মা-বাবা পাকিস্তানের সর্বোচ্চ আদালতের কাছে ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন। রবিবার (২১ জানুয়ারি) সুপ্রিম কোর্টে হাজির হয়ে তারা এই আবেদন জানান। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ন্যায়বিচার প্রার্থনাকারী অভিভাবকদের মধ্যে সম্প্রতি কাসুরে ধর্ষণের শিকার হওয়া সাত বছর বয়সী শিশু জয়নাবের মা-বাবাও ছিলেন। এদিন আদালতে যৌথ তদন্ত দলের প্রতিবেদনও উপস্থাপন করা হয়েছে। তবে তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে আদালত।

পাকিস্তানি শিশু জয়নাব
গত ৪ জানুয়ারি (বৃহস্পতিবার) কোরআন ক্লাস শেষে বাসায় ফেরার পথে পাঞ্জাবের কাসুর শহর থেকে সাত বছরের শিশু জয়নাবকে অপহরণ করা হয়। ওই সময় বাবা-মা ওমরাহ পালন করতে সৌদি আরবে থাকায় খালার কাছে ছিল সে।  পরে ৯ জানুয়ারি এক পুলিশ সদস্য শাহবাজ খান রোডে আবর্জনার স্তূপ থেকে জয়নাবের মরদেহ উদ্ধার করেন। ময়না তদন্তে দেখা গেছে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে তাকে। পুলিশ জানিয়েছে, ২০১৫ সালের পর থেকে একইরকমের আরও আটটি ঘটনা সংঘটিত হয়েছে।

পাকিস্তানের প্রধান বিচারপতি মিঞা সাকিব নিসারের নেতৃত্বাধীন একটি বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে জয়নাবের ধর্ষণ ও হত্যার ঘটনায় সুপ্রিম কোর্টে শুনানি করছে। রবিবার (২১ জানুয়ারি) কোর্টে হাজির হয়ে আট শিশুর মা-বাবা ন্যায়বিচার প্রার্থনা করেন। আদালতে তারা বলেন, ‘আমাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করুন’।

মুলতানের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস যৌথ তদন্ত দলের নেতৃত্ব দিচ্ছেন। রবিবার তদন্তের একটি প্রতিবেদন আদালতে জমা দেন তিনি। আদালতকে ইদ্রিস জানান, জয়নাবসহ ২০১৫ সাল থেকে একইরকম করে আট শিশু ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে। শুনানির সময় জয়নাব হত্যার তদন্তের অগ্রগতি নিয়ে আদালতের পক্ষ থেকে অসন্তুষ্টি প্রকাশ করা হয় বলে জানিয়েছে ডন। বেঞ্চের পক্ষ থেকে বলা হয়, ‘এক নিষ্পাপ শিশুর ওপর অবর্ণনীয় অপরাধ চালানো হয়েছে।’

আদালতের পক্ষ থেকে অসন্তুষ্টি প্রকাশ করে বলা হয়, ২০১৫ সালে যদি এই বিষযটিকে পুলিশ গুরুত্ব সহকারে নিতো তাহলে আট শিশুকে বাঁচানো যেত। আঞ্চলিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ৮০০ সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষা করা হয়েছে। এই ব্যাপারে আদালতের পক্ষ থেকে বলা হয়, কেবল ডিএনএ পরীক্ষার মধ্যে আটকে না থেকে পুলিশের আরও বিশদ তদন্ত করা প্রয়োজন। যেভাবে তদন্ত চলছে তা চলতে থাকলে ২ কোটি ১০ লাখ মানুষের ডিএনএ পরীক্ষা করাতে হবে বলে উল্লেখ করে চলমান তদন্ত প্রক্রিয়া অসন্তোষ প্রকাশ করে আদালত।

 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!