X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

লাতিন আমেরিকার দেশগুলোকে নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য অসম্মানজনক: চীন

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০২আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১১:২৬

লাতিন আমেরিকার দেশগুলোকে নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যের সমালোচনা করেছে চীন। বেইজিং বলছে, এ অঞ্চলের দেশগুলোকে অসম্মান করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বক্তব্য সত্যের অপলাপ এবং এর মাধ্যমে লাতিন আমেরিকান দেশগুলোর প্রতি অসম্মান করা হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। 

লাতিন আমেরিকার দেশগুলোকে নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য অসম্মানজনক: চীন এর আগে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের ওপর অত্যধিক নির্ভরতার ব্যাপারে লাতিন আমেরিকার দেশগুলোকে সতর্ক করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। তার ওই মন্তব্যের জেরে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া জানানো হলো।

মেক্সিকো, আর্জেন্টিনা, পেরু, কলাম্বিয়া ও জ্যামাইকার পথে সিরিজ সফরের প্রাক্কালে চীনের ব্যাপারে লাতিন আমেরিকান দেশগুলোর প্রতি ওই সতর্কবাণী উচ্চারণ করেন টিলারসন। তিনি অভিযোগ করেন, এ অঞ্চলের দেশগুলোকে নিজ কক্ষপথে টানতে চীন তার আর্থিক নীতি ব্যবহার করছে। এর মধ্য দিয়ে তারা লাতিন আমেরিকায় নিজেদের একটি দৃঢ় অবস্থান তৈরি করেছে।

শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চীন ও লাতিন আমেরিকার মধ্যে সহযোগিতার ভিত্তি হচ্ছে উভয় পক্ষের সাধারণ স্বার্থ এবং পারস্পরিক চাহিদা। সমতা, পারস্পরিকতা, অকপটতা এবং অন্তর্ভুক্তির মতো বিষয়গুলো এই এই সহযোগিতার ভিত্তিস্বরূপ।

বিবৃতিতে বলা হয়, লাতিন আমেরিকান পণ্যসামগ্রীর শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ক্রেতা চীন। এই অঞ্চলের দেশগুলো থেকে বেইজিং উল্লেখযোগ্য পরিমাণ কৃষি সামগ্রী আমদানি করে। এখানে চীনের বিনিয়োগ এবং আর্থিক সহযোগিতার ক্ষেত্রে বাণিজ্যিক নিয়ম এবং স্থানীয় আইন ও প্রবিধান পুরোপুরি মেনে চলা হয়।

/এমপি/
সম্পর্কিত
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
পুতিনের পঞ্চম মেয়াদের শপথ অনুষ্ঠান বয়কট করলেন পশ্চিমা নেতারা
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের পর এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব ইউরোপ
যুক্তরাষ্ট্রের পর এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব ইউরোপ
মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোটের প্রচারণায় সরকারি কর্মচারী
ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোটের প্রচারণায় সরকারি কর্মচারী
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা