X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ড্রোন হামলায় পাকিস্তানি তালেবানের ডেপুটি কমান্ডার নিহত

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩৯

পাকিস্তানি তালেবানের ডেপুটি কমান্ডার খালিদ মেহসুদ এক ড্রোন হামলায় নিহত হয়েছেন। সোমবার নিজ দলের পক্ষ থেকে তার নিহতের খবর নিশ্চিত করা হয়েছে। তালেবানের সন্দেহ, যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। এরইমধ্যে নিহত নেতার জায়গায় নতুন একজনকে নিয়োগের কথা জানিয়েছে তালেবান।

ড্রোন হামলায় পাকিস্তানি তালেবানের ডেপুটি কমান্ডার নিহত নিহত খালিদ মেহসুদের আরেক নাম সাজনা। পাকিস্তানের সীমান্তবর্তী আফগানিস্তানের পাকতিকা প্রদেশে গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ও তালেবান সূত্র থেকে এ ব্যাপারে নিশ্চিত হয়েছে রয়টার্স। 

পাকিস্তান তালেবান হিসেবে পরিচিত তেহরিক-ই-তালিবানের (টিটিপি) একজন মুখপাত্র বলেন, ‘আমরা টিটিপির সহ-প্রধান খালিদ মেহসুদের মৃত্যুর খবর নিশ্চিত করছি।’

এই মুখপাত্র জানান, ড্রোন হামলাটি উত্তর ওয়াজিরিস্তানের পাকিস্তান সীমান্তের ভেতরে হয়েছে। এরইমধ্যে পাকিস্তান তালেবানের প্রধান মোল্লা ফজলুল্লাহ নতুন সহ-প্রধান নিয়োগ দিয়েছেন। তার নাম মুফতি নূর ওয়ালি।

ওয়ালিকে তার পূর্বসূরির মতো দক্ষিণ ওয়াজিরিস্তানে জঙ্গিদের নেতৃত্ব দিতে হবে। দক্ষিণ ওয়াজিরিস্তান একটি রুক্ষ পাহাড়ি এলাকা যা বহুদিন ধরেই পাকিস্তানি, আফগানসহ বিদেশি তালেবান সদস্যদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

সহ-প্রধান পদে সদ্য নিয়োগ পাওয়া ওয়ালির পাকিস্তানের শহুরে অঞ্চলে, বিশেষ করে করাচির দক্ষিণাংশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তার পড়াশোনা পাঞ্জাবের ফয়সালাবাদ শহরের এক মাদ্রাসায়। ২০০৯ সালে নিহত পাকিস্তান তালেবানের প্রতিষ্ঠাতা বায়তুল্লাহ মেহসুদের ওপর লেখা তার একটি বই সম্প্রতি প্রকাশিত হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনী অবশ্য নিজ দেশের ভূখণ্ডে মার্কিন ড্রোন হামলার খবর অস্বীকার করেছে। তারা বলেছে, এমনটা হয়ে থাকলে তা পাকিস্তানের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে বিবেচিত হতো।

/এএমএ/এমপি/
সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
সর্বশেষ খবর
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?