X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মার্কিন নির্বাচন নিয়ে রুশ নাগরিকদের দায়ী করা হাস্যকর: মস্কো

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:৪২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:৪৭

যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের ঘটনায় ১৩ রুশ নাগরিকের বিরুদ্ধে আনা মার্কিন অভিযোগকে ‘অর্থহীন ও হাস্যকর’ বলে মনে করে রাশিয়া। শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা নিজ দেশের এমন অবস্থানের কথা জানান। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

মারিয়া যাখারোভা ফেসবুকে দেওয়া এক পোস্টে মারিয়া যাখারোভা বলেন, ‘১৩ ব্যক্তি মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করলো? মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর জন্য বরাদ্দকৃত হাজার হাজার কোটি ডলারের বাজেটের বিরুদ্ধে ১৩ ব্যক্তি কাজ করলো? এতো এতো অত্যাধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা সংস্থা তাহলে কি করলো? অর্থহীন ও হাস্যকর নয় কি? -অবশ্যই।’

রুশ নাগরিকদের বিরুদ্ধে মার্কিন অভিযোগকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন মারিয়া যাখারোভা।

এদিকে এক সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনের জন্য মস্কো রাষ্ট্রীয়ভাবে কোনও সিদ্ধান্ত নেয়নি। তবে তার প্রতি রাশিয়ার কোনও নাগরিকের সমর্থন থাকতে পারে।

ল্যাভরভ দাবি করেন, ট্রাম্প ক্ষমতায় আসার পর এক বছরেরও বেশি সময় পার হয়ে গেলেও ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্কে উন্নতি হয়নি। এ সম্পর্ক বরং এর আগের ডেমোক্র্যাট শাসনামলের চেয়ে আরও খারাপ হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার ১৩ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। এছাড়া তিনটি রুশ কোম্পানির বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ করা হয়েছে। অভিযোগের প্রধান তদন্তকারী ও এফবিআই’র সাবেক পরিচালক রবার্ট মুলার শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) অভিযুক্তদের নাম ঘোষণা করেন।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ছিল বলে দাবি করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। অভিযোগ ওঠে, ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের ক্ষতি করার এবং ডোনাল্ড ট্রাম্পের ভাবমূর্তি বড় করার চেষ্টা করে রাশিয়া। এই প্রচেষ্টার অংশ হিসেবে হিলারি ক্লিনটনের ই-মেইল হ্যাক করে বিভিন্ন মাধ্যমে প্রকাশ করা হয়। এরপর বিষয়টি নিয়ে এফবিআই’র সাবেক পরিচালক রবার্ট মুলারের নেতৃত্বে তদন্ত শুরু হয়।  দীর্ঘদিন তদন্তের পর এই অভিযোগপত্র প্রকাশ করা হলো।

অভিযোগে বলা হয়, নিজেদের কর্মকাণ্ডের রাশিয়ান পরিচয় লুকাতে কয়েকজন আসামি যুক্তরাষ্ট্রের কম্পিউটার সিস্টেম ব্যবহার করেছে। মার্কিন নাগরিকদের দৃষ্টি আকর্ষণের জন্য অভিযুক্তরা যুক্তরাষ্ট্রের নাগরিক  পরিচয় দিয়ে ও ভুয়া পরিচয় বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপ পরিচালনা করেছে।

অভিযোগে আরও বলা হয়, আসামি ও তাদের সহকারীরা বহু টুইটার অ্যাকাউন্টও খুলে পরিচালনা করেছে। তবে এমনভাবে পরিচালনা করা হয়েছে যাতে মনে হয় কোনও মার্কিন নাগরিকই তা পরিচালনা করছে। অভিযোগপত্রে বলা হয়, অভিযুক্ত আসামিরা ২০১৪ সালেই কিভাবে এই নির্বাচনে প্রভাব ফেলা যায় তা নিয়ে আলোচনা করেছে।

/এমপি/
সম্পর্কিত
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
সর্বশেষ খবর
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র