X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় হত্যাযজ্ঞ থামাতে ইইউ’কে উদ্যোগী হওয়ার আহ্বান ম্যার্কেলের

বিদেশ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৫

সিরিয়ার পূর্বাঞ্চলীয় ঘৌটা জেলায় আসাদ বাহিনীর হত্যাযজ্ঞ থামাতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-কে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় নেতাদের বৈঠকের প্রাক্কালে বৃহস্পতিবার জার্মান পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

আঙ্গেলা ম্যার্কেল আঙ্গেলা ম্যার্কেল বলেন, একটি সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে নয়, বরং নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ করছে। তারা শিশুদের হত্যা করছে। হাসপাতালগুলো ধ্বংস করে দিচ্ছে। এ ধরনের হত্যাযজ্ঞের নিন্দা জানানো উচিত।

জার্মান চ্যান্সেলর বলেন, সিরিয়া সংকটের সমাধানে ইউরোপীয় ইউনিয়নের জোরালো ভূমিকা রাখা উচিত। এ ধরনের হত্যাযজ্ঞ বন্ধে সংস্থাটির প্রচেষ্টা আরও বাড়ানো উচিত। ইউরোপীয়ান হিসেবে অবশ্যই এই বিষয়টি নিয়ে কাজ করতে হবে।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় আরও হত্যাযজ্ঞ বন্ধে আসাদ সরকারের পৃষ্ঠপোষক রাশিয়া ও ইরানের প্রতি আহ্বান জানান জার্মান চ্যান্সেলর।

এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সিরিয়ার বিদ্রোহীদের দখলে থাকা ঘৌটা জেলাকে ‘দুনিয়ার জাহান্নাম’ হিসেবে আখ্যায়িত করেছেন। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যকার যুদ্ধে ইস্টার্ন ঘৌটা ধৈর্যহারা হয়ে পড়েছে।’

ইস্টার্ন ঘৌটায় প্রায় চার লাখ মানুষের বসবাস। ২০১৩ সাল থেকে এলাকাটি বিদ্রোহীদের দখলে রয়েছে। রাজধানী দামেস্কের কাছে অবস্থিত এটিই সর্বশেষ এলাকা, যেটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকাটির পুনর্দখল নিতে এ মাসের গোড়ার দিকে অভিযান জোরদার করে সিরিয়ার সরকারি বাহিনী। ব্যাপক প্রাণহানির পর এক পর্যায়ে বেসামরিক নাগরিকদের কাছে ত্রাণ পৌঁছে দিতে এক বিরল অস্ত্রবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। কিন্তু গত ১৮ ফেব্রুয়ারি থেকে আবারও সেখানে হামলা শুরু করে আসাদ বাহিনী। হামলা শুরুর দুই দিনের মাথায় নিহতের সংখ্যা ২৫০-তে পৌঁছেছে।

নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘এটা মানব জাতির জন্য এক বিয়োগান্তক ঘটনা, যা আমাদের চোখের সামনেই ঘটছে। এমন ভয়াবহ উপায়ে অঞ্চলটিতে এমন ঘটনা ঘটতে দেওয়া যায় না।’

/এমপি/
সম্পর্কিত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
সর্বশেষ খবর
ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ ঢাকায় 
ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ ঢাকায় 
৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
শুভ জন্মদিন৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর
ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল