X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

লিবিয়ার ‘তেল পাচারকারী’দের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০৯

লিবিয়ার প্রাকৃতিক সম্পদ রক্ষায় তেল চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির রাজস্ব বিভাগ সোমবার এই নিষেধাজ্ঞা জারি করে। মধ্যপ্রাচ্যভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম মিডলইস্ট আই এ খবর জানিয়েছে।

লিবিয়ার ‘তেল পাচারকারী’দের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ বিষয়ক রাজস্ব দফতর (ওএফএসি) এক বিবৃতিতে জানিয়েছে, তারা ছয় জন ব্যক্তি, ২৪টি কোম্পানি ও সাতটি জাহাজের ওপর এই নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞার ফলে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান মার্কিন নাগরিকদের সঙ্গে লেনদেন করতে পারবে না আর যুক্তরাষ্ট্রে থাকা তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে।

‘লিবিয়া থেকে ইউরোপে জ্বালানি পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত’ থাকায় লিবিয়া, মাল্টা ও মিসরের ব্যক্তিদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তিদের মধ্যে মাল্টার সাবেক ফুটবলার ড্যারেন ডেবোনো রয়েছেন। তার বিরুদ্ধে অন্যদের সঙ্গে ‘অনানুষ্ঠানিক ঘনিষ্ঠতা’ গড়ে তুলে মাল্টা ও ইতালিতে লিবিয়ান তেল পাচার করার অভিযোগ রয়েছে। তিনি ৩ কোটি ৭০ লাখ ডলারের তেল পাচার করেছেন বলে অভিযোগ করেছে রাজস্ব অফিস। তাকে ২০১৭ সালের অক্টোবর মাসে ইতালিতে গ্রেফতারও করা হয়েছিল।

লিবিয়ার তেল পাচারের ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদও নিন্দা জানিয়েছে। ২০১১ সালে দেশটির নেতা মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের পর থেকে সেখানে অস্থিতিশীলতা বিরাজ করছে।

ওএফএসির বিবৃতিতে বলা হয়, তেল চোরাচালান লিবিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘিত করার পাশাপাশি কালোবাজারকে সহায়তা করছে। এছাড়া এই অঞ্চলে পুনরায় অস্থিতিশীলতা ছড়ানোর জন্যও এই চোরাচালান ভূমিকা রাখছে। লুট করা এসব সম্পদে মূলত সেখানকার মানুষেরই অধিকার রয়েছে।

গৃহযুদ্ধ শুরুর পর লিবিয়ার তেল উত্তোলন ধীরগতিতে শুরু হলেও এখনও আগের পর্যায়ে ফিরতে পারেনি। সাত বছর আগে সেখানে প্রতিদিন প্রায় ১৬ লাখ ব্যারেল তেল উত্তোলন করা হত। এখন সেখানকার তেল চুরি-ডাকাতিসহ অন্যান্য নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। এছাড়া নিরাপত্তা কর্মীদের বেতন প্রদান নিয়ে সৃষ্ট জটিলতার কারণেও লিবিয়ার তেল খনিগুলো থেকে তেল উত্তোলনে বিঘ্ন ঘটছে।

/আরএ/
সম্পর্কিত
ভারতের মসলা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
সর্বশেষ খবর
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের