X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

৪০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের পারস্পরিক অভিযোগ, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৫৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৫৯
image

কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান পারস্পরিক গোলাগুলির সমান্তরালে চলছে দোষারোপের খেলা। দিল্লি-ইসলামাবাদ এক বছরের মধ্যে ৪০০ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে পরস্পরের বিরুদ্ধে।  উসকানির অভিযোগও করছে উভয় পক্ষই। নিয়ন্ত্রণরেখার কাছাকাছি চেনাব অঞ্চলে পাকিস্তান ও ভারত পরস্পরকে লক্ষ্যবস্তু বানিয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত চলমান গোলাগুলির কারণে জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণরেখার কাছাকাছি ২০টিরও বেশি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। কাছাকাছি অঞ্চল থেকে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে মানুষ। বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। দুই দেশের মধ্যে উত্তেজনা নিরসনে আলোচনায় বসার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। 

ভারত ও পাকিস্তান সীমান্তে উত্তেজনা ১৯৪৭ সালে উপমহাদেশে ব্রিটিশ শাসন শেষ হওয়ার পর থেকেই জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণ নিয়ে ভারত ও পাকিস্তান দুইবার মুখোমুখি যুদ্ধে জড়িয়েছে। ১৯৪৭ ও ১৯৬৫ সালে উপমহাদেশের পারমাণবিক শক্তিধর দেশ দুটি যুদ্ধে লিপ্ত হয়। সম্প্রতি ওই এলাকায় বেড়েছে গোলাগুলির ঘটনা। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম এক্সপ্রেস ইউকের খবরে বলা হয়েছে, মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল ড. মোহাম্মদ ফয়সাল ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার জেপি সিংহকে ডেকে পাঠান। ওই সাক্ষাতের পর পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দেয়। ওই বিবৃতিতে বলা হয়েছে,  ‘২৭ ফেব্রুয়ারি নিয়ন্ত্রণরেখায় ভারতীয় দখলদার বাহিনী অনর্থক যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিকিয়াল সেক্টরে ১৩ বছরের এক বালককে শহীদ করেছে।’ এই ঘটনায় উদ্বেগ জানান ড. মোহাম্মদ ফয়সাল।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, চলতি বছরে ভারত নিয়ন্ত্রণরেখা ও কার্যকর সীমানায় চারশ’বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এসব ঘটনায় ১৮ নাগরিক নিহত ও ৬৮ জন আহত হয়েছেন বলে দাবি তাদের। অন্যদিকে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস সরকারি তথ্যের বরাতে জানিয়েছে,  এই বছরে চারশ’ এগারোটি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে পাকিস্তান। আর এসবের মধ্যে মাত্র আটটি পীর পাঞ্জাল রেঞ্জের ১৫ কর্পস জোনে ঘটেছে। এসব যুদ্ধবিরতি লঙ্ঘনের মধ্যে উত্তর কাশ্মিরের  রামপুর এবং উরি এলাকায় ১০৫ মিলিমিটার আর্টিলারি ফিল্ডগান ব্যবহার করেছে ভারত। সংবাদমাধ্যমটির দাবি, ২০০৩ সালের নভেম্বরে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ওই এলাকায় প্রথমবারের মতো আর্টিলারি ফিল্ডগান ব্যবহার করা হলো। সেনাবাহিনীর শেষ অবলম্বন হিসেবে ব্যবহৃত হয় আর্টিলারি। পদাতিক সেনারা ব্যক্তিগত অস্ত্র ও মর্টার ব্যবহার করে থাকে।

বালাকোট সীমান্তে কয়েক দফা গুলিবিনিময়ের জের ধরে বেসামরিক নাগরিকদের হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ফয়েজ আহমেদ এক্সপ্রেস ইউকেকে জানিয়েছেন, লাউড স্পিকারে প্রতিশোধ নেওয়ার ঘোষণা তিনি শুনেছেন। তিনি বলেন, ‘তারা বলছে ভারত আমাদের অনেক সেনাকে হত্যা করেছে, আমরা প্রতিশোধ নিয়েই তাদের সমাহিত করবো। সাধারণ নাগরিকদের নিরাপত্তা সতর্কতা অনুসরণের উপদেশ দেওয়া হয়েছে।’

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, পাকিস্তানি বাহিনী মাঞ্জাকোট, নিয়াকা পাঞ্জগ্রিয়ান, লাম্বিবাড়ি ও বালাকোট এলাকায়ও মর্টার নিক্ষেপ করেছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে রাজৌরি জেলায় ক্ষতিগ্রস্ত এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। উত্তেজনা শুরুর পর শ্রীপুরের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোর বাসিন্দারা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। এরইমধ্যে এক হাজারেরও বেশি গ্রামবাসী নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছেড়েছেন।

এদিকে পারমাণবিক শক্তিধর দুই দেশের সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে আলোচনায় বসার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের তরফ থেকে এই মনোভাবের কথা জানানো হয়। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র  হেদার নুয়ের্টের কাছে এক সাংবাদিক জানতে চেয়েছিলেন, দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্র কী ভূমিকা রাখবে। জবাবে তিনি বলেন, ‘আমরা মনে করি দুপক্ষের অবশ্যই একসঙ্গে বসতে হবে এবং বিষয়টি নিয়ে কথা বলতে হবে।’

চলতি মাসের শুরুর দিকে জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী মুফতি মেহবুবাও  দুই দেশের মধ্যে রক্তক্ষয়ের শেষ টানতে আলোচনার আহ্বান জানিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, ‘আমি জানি আজ রাতে সংবাদ উপস্থাপকরা আমাকে ‘ অ্যান্টি ন্যাশনাল’ হিসেবে আখ্যায়িত করবেন, তবে আমি তার পরোয়া করি না। জম্মু ও কাশ্মিরের জনগণ ভোগান্তিতে রয়েছে, আমাদের কথা বলতে হবে, কেননা যুদ্ধ কোনও বিকল্প নয়।’

 

/জেজে/বিএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
নিজ্জার হত্যায় তিন ভারতীয়কে গ্রেফতারের কড়া প্রতিক্রিয়া জানালো ভারত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী