X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ফ্লোরিডার স্কুলে হামলা: সন্তানকে মরে যাওয়ার ভান করতে বলেছিলেন মা

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০১৮, ০৯:২৩আপডেট : ০৯ মার্চ ২০১৮, ০৯:৩২
image

‘যদি সে গুলি করে তবে তোমাকে মরে যাওয়ার নাটক করতে হবে, সে গুলি করলে মরে যাওয়ার অভিনয় কর।’ গত ১৪ ফেব্রুয়ারি ফ্লোরিডার মারজোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে বন্দুক হামলার পর মোবাইল ফোনে সন্তানকে এভাবেই পরামর্শ দিয়ে যাচ্ছিলেন এক মা। ১৪ ফেব্রুয়ারির বন্দুক হামলার দিন জরুরি সেবা ব্যবস্থা ৯১১ এ আসা কয়েকটি ফোন কলের অডিও বৃহস্পতিবার (৮ মার্চ) প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই মায়ের পরিচয় শনাক্ত করা যায়নি।

ফ্লোরিডার স্কুলে বন্দুকধারীর হামলার পর ক্রন্দনরত স্বজনরা
১৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ডে মারজোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে ঢুকে পড়া বন্দুকধারীর হামলায় অন্তত ১৭ জন নিহত হয়। এক ঘণ্টারও বেশি সময় ধরে গোলাগুলির পর হামলাকারী হিসেবে আটক করা হয় ওই স্কুলের সাবেক ছাত্র নিকোলাস ক্রুজকে। শৃঙ্খলাভঙ্গের দায়ে স্টোনম্যান ডগলাস হাই স্কুল থেকে ১৯ বছরের ওই তরুণকে এক সময় বহিষ্কার করা হয়েছিল। সেই ফিরে এসে হামলা চালিয়েছে। বন্দুক হামলার দিন জরুরি কল সার্ভিস ৯১১ এ আতঙ্কিতরা ৮১টি ফোন করেছেন। এর মধ্য থেকে বৃহস্পতিবার ১০টি কলের কথোপকথন প্রকাশ করা হয়েছে। ৯১১ সার্ভিসের বিভিন্ন অপারেটর আলাদা আলাদা করে ফোনগুলো রিসিভ করছিলেন এবং আতঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সংযোগ ঘটানোর চেষ্টা করেছিলেন। মধ্যস্থতাকারী এসব অপারেটর শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে শান্ত করারও চেষ্টার করেছেন।

এক ব্যক্তি ৯১১ এ ফোন করে স্কুলের পরিস্থিতি জানাচ্ছিলেন। তখন পাশ থেকে এক নারীকে তার মেয়ের সঙ্গে টেলিফোনে কথা বলতে শোনা যাচ্ছিলো। তিনি বার বার মেয়েকে বলছিলেন তাকে ভালোবাসেন। ওই মা বলতে থাকেন, ‘আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, সব ঠিক হয়ে যাবে। তুমি কি কোথাও লুকাতে পারবে? তুমি কি মরে যাওয়ার ভান করতে পারবে? ১৫ মিনিট ধরে মেয়ের সঙ্গে কথা বলেছেন ওই নারী। ওই মা মেয়েকে অনবরত বলতে থাকেন, ‘যদি সে গুলি করে, তোমার মরার ভান করতে হবে। যদি গুলি করে মরে যাওয়ার নাটক করো।’

১৪ ফেব্রুয়ারি ফ্লোরিডার ওই স্কুলের ভেতর থেকেও ৯১১ নাম্বারে একটি কল এসেছিল। এক শিক্ষার্থী ওই কল করেছিল। ফুঁপিয়ে কাঁদছিলো সে। ৯১১ অপারেটরকে ওই শিক্ষার্থী বলে, ‘কেউ একজন স্টোনম্যান ডগলাস স্কুলে গুলি করছে।’  

৯১১ অপারেটর তখন বলেন, ‘দুঃখিত, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। কী হচ্ছে?’ ওইপাশ থেকে উত্তর আসে, ‘কেউ একজন মারজোরি স্টোনম্যান ডগলাস স্কুলে হামলা চালিয়েছে।’

ওই অপারেটর তখন বলেন, ‘কেউ একজন কী করছে? হ্যালো? হ্যালো? হ্যালো?’

আবার উত্তর আসে- ‘মারজোরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে গুলি করা হচ্ছে’। এরপর ফোনটি কেটে যায়।

অন্যান্য ফোনকলগুলোতে শোনা যায়, ৯১১ এর অপারেটররা অভিভাবকদের পরামর্শ দিচ্ছেন যেন অভিভাবকরা তাদের সন্তানদের বলেন, মোবাইলগুলো সাইলেন্ট করে লুকিয়ে থাকতে।

/এফইউ/
সম্পর্কিত
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
সর্বশেষ খবর
নতুন করে বাংলাদেশে আশ্রয় নিলেন আরও ৮৮ বিজিপি সদস্য
নতুন করে বাংলাদেশে আশ্রয় নিলেন আরও ৮৮ বিজিপি সদস্য
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
গণভবন হয়ে বিশ্বকাপ ট্রফি এলো পাঁচ তারকা হোটেলে
গণভবন হয়ে বিশ্বকাপ ট্রফি এলো পাঁচ তারকা হোটেলে
গাছ কেটে ফেলায় ঢাকায় গরম বেশি: স্বাস্থ্যমন্ত্রী
গাছ কেটে ফেলায় ঢাকায় গরম বেশি: স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?