X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র সহিংসতার প্রতিবাদে রাস্তায় নামলো শিক্ষার্থীরা

বিদেশ ডেস্ক
১৫ মার্চ ২০১৮, ২৩:৫৮আপডেট : ১৬ মার্চ ২০১৮, ০০:০৪

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র সহিংসতার প্রতিবাদে বুধবার শ্রেণিকক্ষ ছেড়ে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। প্রতিবাদী শিক্ষার্থীরা আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ তথা বন্দুক আইন সংস্কারের দাবি জানায়। এ সময় গত ১৪ ফেব্রুয়ারি ফ্লোরিডার মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ১৭ জনকে স্মরণ করা হয়। তাদের স্মরণে ১৭ মিনিটের জন্য ক্লাস বন্ধ রাখে মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুল।

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র সহিংসতার প্রতিবাদে রাস্তায় নামলো শিক্ষার্থীরা উইমেন্স মার্চ সংগঠনের যুব শাখা ‘এমপাওয়ার' এই প্রতিবাদের আয়োজন করে। ২০১৭ সালের জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের সময় নারী অধিকারের সমর্থনে লাখ লাখ মানুষের বিক্ষোভের আয়োজন করেছিল এই সংগঠন।

বুধবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বেলা ১০টার দিকে ছাত্রছাত্রীরা প্রথমে ফ্লোরিডায় নিহতদের স্মরণে নীরবতা পালন করে।

উইমেন্স মার্চ-এর তরফ থেকে আগ্নেয়াস্ত্র সহিংসতা বিরোধী এই আন্দোলনের নাম দেওয়া হয়েছে #এনাফ।

বুধবারের কর্মসূচিতে অনেকে স্কুলের করিডোরে লাইন করে দাঁড়িয়ে বা জিম কিংবা অডিটোরিয়ামে একত্রিত হয়ে কমলা অথবা মেরুন রঙের পোশাক পরে আগ্নেয়াস্ত্র সহিংসতার বিরুদ্ধে সংহতি প্রকাশ করে শিক্ষার্থীরা। প্রসঙ্গত, উইমেন্স মার্চ সংগঠন আগ্নেয়াস্ত্র সহিংসতার বিরুদ্ধে আন্দোলনের প্রতীকী রঙ হিসেবে কমলা রঙকে বেছে নিয়েছে। অন্যদিকে মার্জরি স্টোনম্যান ডগলাস স্কুলের প্রতীকী রঙ হচ্ছে মেরুন।

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র সহিংসতার প্রতিবাদে রাস্তায় নামলো শিক্ষার্থীরা

বোস্টনে তুষারপাতের কারণে অনেক স্কুল বন্ধ থাকা সত্ত্বেও শত শত শিক্ষার্থী প্রথমে একটি গির্জার সামনে মিলিত হয়। পরে তারা অঙ্গরাজ্য ভবন অভিমুখে যাত্রা করে। আলাবামা অঙ্গরাজ্যের বার্মিংহ্যাম শহরের হাফম্যান হাই স্কুলের শিক্ষার্থীরা গত সপ্তাহে তাদের স্কুলে একজন ১৭ বছরের এক ছাত্রীর গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার কথা স্মরণ করে।

মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলের শিক্ষার্থীরা স্কুলের ফুটবল মাঠে সমবেত হয়ে পরস্পরকে আলিঙ্গন করে সান্ত্বনা জানায়।

কিছু স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ওয়াকআউট নিষিদ্ধ করে এবং শৃঙ্খলাজনিত পদক্ষেপ নেওয়ার হুমকি দেয়। পেনসিলভানিয়া ও জর্জিয়ার দু'টি স্কুল থেকে এ ধরনের ‘ডিসিপ্লিনারি অ্যাকশন'-এর হুমকি দেওয়া হয়েছে। এরপরও অনেক শিক্ষার্থী আগ্নেয়াস্ত্র সহিংসতাবিরোধী এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।

ওয়াশিংটনে দুই সহস্রাধিক শিক্ষার্থী হোয়াইট হাউসের সামনে ভবনটির দিকে পিঠ করে বসে প্রতিবাদ জানায়। তারা সেখানে ১৭ মিনিটের নীরবতা পালন করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় ক্যালিফর্নিয়া সফরে ছিলেন। সূত্র: ডয়চে ভেলে।

/এমপি/
সম্পর্কিত
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস