X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ফেসবুকের তথ্য ফাঁস: জাকারবার্গের জবাব চায় ব্রিটিশ পার্লামেন্ট

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০১৮, ২২:১৩আপডেট : ২০ মার্চ ২০১৮, ২২:২৪

ফেসবুক প্রোফাইলে থাকা কয়েক কোটি মানুষের তথ্যের অপব্যবহারের অভিযোগের জেরে ফেসবুকের প্রধান নির্বাহী ও অন্যতদম প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের জবাব চেয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। জাকারবার্গের কাছে লেখা এক চিঠিতে আগামী ২৬ মার্চের মধ্যে এর জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন কমিটির প্রধান ডামিয়ান কলিন্স। চিঠিতে ফেসবুকের একজন ঊর্ধ্বতন নির্বাহীকে পার্লামেন্টের ডিজিটাল, কালচার, মিডিয়া অ্যান্ড স্পোর্টস বিষয়ক কমিটির সামনে উপস্থিত থাকতে বলা হয়েছে। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ফেসবুকের তথ্য ফাঁস: জাকারবার্গের জবাব চায় ব্রিটিশ পার্লামেন্ট



সম্প্রতি কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গবেষণা প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালেটিকার বিরুদ্ধে ফেসবুকের তথ্য অপব্যবহারের অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিষয়ে জবাব দিতে প্রতিষ্ঠান দুটির কর্মকর্তাদের ডেকে পাঠানো হয়। তবে কমিটির সামনে হাজির হয়ে কর্মকর্তারা দাবি করেন ‘কঠিন প্রশ্নের’ জবাব জানেন না তারা। এরপরই প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে কমিটিকে বিভ্রান্ত করার অভিযোগ আনেন কমিন্স।
কমিন্স সংবাদমাধ্যমকে বলেন, কমিটির সামনে সাক্ষ্য দিতে ডাকা হবে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে।
বিবিসির খবরে বলা হয়েছে, মঙ্গলবার জাকারবার্গকে লেখা চিঠিতে দামিয়ান কামিন্স বলেছেন, যথাযথ ক্ষমতাপ্রাপ্ত ফেসবুকের ঊর্ধ্বতন কোনও নির্বাহীর কাছ থেকে উত্তর জানতে চান তারা।

জাকারবার্গকে পাঠানো সেই চিঠি
চিঠি পাঠানোর আগে ব্রিটিশ তথ্য কমিশনার এলিজাবেথ ডেনহাম জানান, লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালেটিকার কার্যালয়ে তল্লাশি চালাতে আদালতে আবেদন করবেন তিনি।
সম্প্রতি ক্যামব্রিজ অ্যানালেটিকার বিরুদ্ধে ৫ কোটির বেশি ফেসবুক প্রোফাইল থেকে তথ্য নিয়ে তার অপব্যবহার করার অভিযোগ ওঠে। ওই সময় এই অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে কামিন্সের কমিটি।
অভিযোগ উত্থাপনকারী ক্রিস ওইলি দাবি করেন, প্রায় ৫ কোটি ফেসবুক প্রোফাইল ঘেঁটে তথ্য সংগ্রহ করেছে ক্যামব্রিজ অ্যনালেটিকা। এসব প্রোফাইলের মধ্যে বেশিরভাগই মার্কিন নাগরিকদের প্রোফাইল। এটি ফেসবুকের অন্যতম বড় তথ্য ফাঁসের ঘটনা। এর মাধ্যমে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের হেয় করা হয়েছে।
ওইলি বলেন, ভোটারদের প্রভাবিত করার জন্য ব্যক্তিগত তথ্য ব্যবহার করে একটি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

/জেজে/এমপি/
সম্পর্কিত
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে হেটমায়ার, শামার
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে হেটমায়ার, শামার
আগুনে পুড়ে ছাই ১০০ বিঘা জমির পানের বরজ
আগুনে পুড়ে ছাই ১০০ বিঘা জমির পানের বরজ
শর্টকাটে বড়লোক হতে গিয়ে
শর্টকাটে বড়লোক হতে গিয়ে
নারী ফুটবল লিগ থেকে চারটি দলের ভোটাধিকার থাকছে!
নারী ফুটবল লিগ থেকে চারটি দলের ভোটাধিকার থাকছে!
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?