X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত অন্তত ১২

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০১৮, ০১:১৪আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৯:১২

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের একটি স্টেডিয়ামের কাছে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৪০ জন আহত হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আফগানিস্তানে বোমা হামলায় ব্যবহৃত গাড়ি

হেলমান্দ প্রদেশের গভর্নরের মুখপাত্র ওমার জিওয়াক বলেন, শুক্রবার লস্কর গাহ শহরের গাজী মুহাম্মদ আইয়্যুব খান স্টেডিয়ামের পাশে শুক্রবার ওই হামলা চালানো হয়। তখন স্টেডিয়ামটিতে একটি কুস্তি প্রতিযোগিতা চলছিল।

প্রাদেশি স্বাস্থ্য বিভাগের প্রধান আমিনুল্লাহ আবেদ বলেন, এই ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে। আর  আহত ৪০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। হাসপাতাল সূত্র বলছে, আহতের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

তবে হামলার পর তাৎক্ষণিকভাবে কেউ এর দায় স্বীকার করেনি।

কাবুলে আল জাজিরার প্রতিনিধি আব্দুল্লাহ শাহুদ বলেন, স্টেডিয়ামটির প্রবেশমুখে এই আত্মঘাতি গাড়িবোমা হামলা চালানো হয়। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন। তার সে সময় খেলা দেখছিলেন।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, আফগানিস্তানের শত্রুরা ঐতিহ্যবাহী, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বন্ধ করতে পারবে না।

দেশটির রাজধানী কাবুল বিশ্ববিদ্যালয়ের কাছে এক আত্মঘাতি হামলায় ২৯ জন নিহত হওয়ার দুই দিন পর এই হামলা চালানো হলো। ওই ঘটনায় আরও ৫২ জন আহত হয়েছেন। জঙ্গিগোষ্ঠী আইএস হামলাটির দায় স্বীকার করেছে।

 

/আরএ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু