X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সরব হতে বললেন পোপ

বিদেশ ডেস্ক
২৫ মার্চ ২০১৮, ১৮:২৯আপডেট : ২৫ মার্চ ২০১৮, ১৮:৩৮
image

নিশ্চুপ না থেকে নিজেদের দাবি আদায়ে সোচ্চার হওয়ার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন ভ্যাটিকান পোপ ফ্রান্সিস। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, রবিবার (২৫ মার্চ) সেন্ট পিটার্স স্কয়ারে এক সমাবেশে এ আহ্বান জানান তিনি।

পোপ ফ্রান্সিস
আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে শনিবার (২৪ মার্চ) লাখ লাখ মানুষের র‍্যালির একদিন পরই সবাইকে সরব হওয়ার ডাক দিলেন ফ্রান্সিস। অবশ্য, যুক্তরাষ্ট্রের গণ র‍্যালির বিষয়টি উল্লেখ করেননি তিনি।

রবিবার তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে ফ্রান্সিস বলেন, ‘তরুণদের নীরব রাখার প্রচেষ্টা সবসময় থাকে। তরুণদের নীরব রাখার এবং তাদের ভূমিকাকে অদৃশ্য করে দেওয়ার অনেক পদ্ধতি আছে। তাদেরকে অনুভূতিহীন করে দেওয়ার, চুপ করিয়ে রাখার, প্রশ্ন করতে না দেওয়ার অনেক পদ্ধতি আছে। তাদেরকে শান্ত রাখার, কোনও কিছুতে জড়ানো থেকে বিরত রাখার, তাদের স্বপ্নকে ধূলিস্যাৎ করে দেওয়ার, সাদামাটা ও দুঃখপূর্ণ করে দেওয়ার উপায় আছে।’   

বাইবেলের একটি অনুচ্ছেদের প্রসঙ্গ তোলেন পোপ। পোপ তরুণদের উদ্দেশ্য করে বলেন, কষ্টে ‘পাথর কেঁদে ওঠার আগেই আপনারা সরব হোন।’

ফ্লোরিডার বন্দুক হামলার পর জেগে ওঠা মার্কিন ভূমি শনিবার (২৪ মার্চ)  উত্তাল হয়ে উঠেছিল প্রতিরোধের ব্যঞ্জনায়। ‘মার্চ ফর আওয়ার লাইভস’স্লোগানে মিছিলে হেঁটেছে লাখ লাখ মার্কিনি। কান্নাকে প্রতিরোধের অস্ত্র বানিয়ে মরণঘাতী অস্ত্রবাজি থামানোর ডাক দিয়েছেন তারা। সমাজের গভীরে থাকা বর্ণবৈষম্যের ক্ষতচিহ্নের যন্ত্রণা ভুলে এদিন কৃষ্ণাঙ্গ-শ্বেতাঙ্গ ভেদ ভুলে মানুষ একই পথে হেঁটেছেন। যুক্তরাষ্ট্র নয় কেবল, শনিবার অস্ত্র নিয়ন্ত্রণের দাবি প্রতিধ্বনিত হচ্ছে বিশ্বের বিভিন্ন শহরে। যুক্তরাষ্ট্র ছাড়িয়ে যুক্তরাজ্য, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশের মানুষ অস্বাভাবিক মৃত্যুকে প্রতিরোধের ডাক দিয়েছেন। আর তার একদিন পরই পোপ তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান জানালেন।

/এফইউ/
সম্পর্কিত
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বশেষ খবর
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
প্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
উপজেলা নির্বাচনপ্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?