X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় এখনই নতুন হামলার পরিকল্পনা নেই পশ্চিমাদের: বরিস জনসন

বিদেশ ডেস্ক
১৫ এপ্রিল ২০১৮, ২০:১০আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ২০:১২

সিরিয়ায় নতুন করে কোনও ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা নেই পশ্চিমা শক্তিগুলোর। তবে দামেস্ক আবারও রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে তারা হামলার বিষয়টি চিন্তা করবে। রবিবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন এ কথা বলেছেন। এই হামলার বৈধতা ও কার্যকারিতা নিয়ে বিতর্ক ওঠার পর এ কথা জানালেন তিনি। 

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন

জনসন বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের এই পদক্ষেপ সিরিয়া দ্বন্দ্ব উসকে দেওয়া বা সরকার পরিবর্তনের জন্য করা হয়নি। তবে আরও বর্বর কোনও রাসায়নিক হামলা যাতে না চালানো হয় সেটা নিশ্চিত করতেই হামলাটি চালানো হয়েছে।

যু্ক্তরাজ্যের পার্লামেন্টে লেবার পার্টির নেতা জেরেমি করবিন এর আগে এই হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। ভবিষ্যতে কোনও হামলা চালানোর আগে সংসদে অনুমতি নেওয়ার দাবি জানিয়ে করবিন নতুন আইন প্রণয়নের দাবি জানান। সে সময় তিনি বলেন, জাতিসংঘ অনুমতি দিলেই কেবল তিনি সিরিয়ায় হামলা চালাতেন। তবে জনসনের দাবি, রাশিয়ার ভেটো প্রদানের কারণে প্রস্তাবটি কখনওই জাতিসংঘে অনুমোদন করা সম্ভব হবে না।

এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট এই হামলায় অংশগ্রহণের আইনগত ভিত্তি তুলে ধরা হয়।  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বোমা হামলার সফলতার প্রশংসা করলেও সিরিয়া ও তার মিত্ররা এর নিন্দা জানিয়েছে। তারা একে আগ্রাসন হিসেবে অভিহিত করেছে।

দামেস্কে সিরিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ বৈশ্বিক রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষক সংস্থা-ওপিসিডব্লিউ’র পরিদর্শকদের সঙ্গে সাক্ষাত করেছেন। রুশ ও সিরীয় নিরাপত্তা কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি তাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শকরা সন্দেহভাজন রাসায়নিক হামলার স্থান পরিদর্শনের চেষ্টা করছেন। তবে তাদের কাছ থেকে প্রতিবেদন পাওয়ার আগেই পশ্চিমা দেশগুলোর এমন হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া।

বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরে রাসায়নিক হামলার অভিযোগ তুলে শুক্রবার দিবাগত রাতে সিরিয়ার তিনটি স্থাপনা লক্ষ্য করে যৌথ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য। রাজধানী দামেস্ক ও হোমস শহরের ওই তিনটি স্থাপনায় আসাদ সরকার রাসায়নিক অস্ত্র উৎপাদন করতো বলে অভিযোগ করে আসছে এসব দেশ। এসব স্থাপনা লক্ষ্য করে এরই মধ্যে শতাধিক মিসাইল হামলা চালানো হয়েছে। দামাস্কাসের একটি রাসায়নিক গবেষণাগার ধ্বংস হওয়ার কথা স্বীকার করেছে সিরিয়া। রাসায়নিক অস্ত্র উৎপাদন বন্ধ না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার মিত্র রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চালানো এই হামলার জবাব দেওয়া হবে।

সূত্র: রয়টার্স ও বিবিসি।

 

 

/আরএ/
সম্পর্কিত
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী