X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘মনোযোগের বাইরে’ রাখাইনে অবস্থানরত ৪ লাখ রোহিঙ্গা, জাতিসংঘের উদ্বেগ

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০১৮, ১৯:২৫আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৯:৩৪
image

জাতিগত নিধনের ভয়াবহ বাস্তবতায় বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর ৭ লাখ মানুষ বাংলাদেশে পালিয়ে এলেও ৪ লাখেরও বেশি মানুষ এখনও সেখানে থেকে গেছে। জাতিসংঘ বলছে, অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির শিকার হওয়া এইসব মানুষেরা সেখানকার শিবিরে মানবেতর দিন কাটাচ্ছে। সংস্থাটির ত্রাণবিষয়ক উপ-প্রধান উরসুলা মুলার-এর দাবি, আন্তর্জাতিক সম্প্রদায় পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রতি মনোযোগী হলেও রাখাইনে থেকে যাওয়া ওই চার লাখ রোহিঙ্গা আলোচনার বাইরে রয়েছে। অভ্যন্তরীণ বাস্তুচ্যুতদের বাস্তবতাকে প্রত্যাবাসনের সঙ্গে সাংঘর্ষিক আখ্যা দিয়ে রাখাইন পরিস্থিতি উন্নয়নের তাগিদ দিয়েছেন তিনি।

উরসুলা মুলার
গত বছরের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। জাতিগত নিধন থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয় ৬ লাখ ৯২ হাজার রোহিঙ্গা। বিভিন্ন মানবাধিকার সংগঠন এ ঘটনায় জাতিগত নিধনের আলামত খুঁজে পায়। জাতিসংঘের মানবাধিকার কমিশন এ ঘটনাকে ‘জাতিগত নিধনের পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ অ্যাখ্যা দেয়। মিয়ানমার এই অভিযোগ অস্বীকার করলেও রাখাইনে  আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রবেশাধিকার নিষিদ্ধ রাখে। আন্তর্জাতিক চাপের মুখে সম্প্রতি তারা জাতিসংঘকে সেখানে প্রবেশাধিকার দিতে বাধ্য হয়।

জাতিসংঘের প্রতিনিধি হিসেবে এপ্রিলের শুরুতে মিয়ানমার সফর করেনে সংস্থাটির মানবিক সহায়তা সমন্বয়কারী সংস্থা (ওসিএইচএ) এর জরুরি ত্রাণবিষয়ক উপ সমন্বয়ক মুলার। ডি-ফ্যাক্টো সরকারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চিসহ মিয়ানমারের কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন তিনি। ৬ দিনের মিয়ানমার সফর শেষে নিউ ইয়র্কে ফিরে যান তিনি। মঙ্গলবার নিউ ইয়র্কে সাংবাদিকদেরকে উরসুলা মুলার বলেন, ‘এখন কক্সবাজারে শরণার্থী শিবিরের দিকেই বিশ্বের মনোযোগ। কিন্তু রাখাইন রাজ্যে থাকা ৪ লাখেরও বেশি মুসলিম জনগণের দুর্দশার কথা আমাদের ভুলে গেলে চলবে না। চলাফেরার ওপর আরোপিত বিধিনিষেধের কারণে দুর্বিষহ এবং প্রান্তিকীকরণের জীবন কাটিয়ে যাচ্ছে তারা।’  মুলার জানান, মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন বৈঠকে তিনি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য ওইসব এলাকায় ত্রাণকর্মীদের প্রবেশাধিকার দিতে হবে। অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির শিকার হওয়া সেই রোহিঙ্গাদের ওপর কঠোর বিধি-নিষেধ আরোপ করা আছে। স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন সেবা খাতে তাদের সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে রয়েছে প্রতিবন্ধকতা। মুলার বলেন, ‘আমি যখন অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের আশ্রয় শিবিরে গেলাম, দেখলাম তারা নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বিগ্ন।’ অভ্যন্তরীণ বাস্তুচ্যুতদের আশ্রয় শিবিরের পরিস্থিতিকে ‘মানবেতর’ উল্লেখ করে জাতিসংঘের এ প্রতিনিধি বলেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আগে এই পরিস্থিতির উন্নয়ন করতে হবে।




মিয়ানমারে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত শিবিরে থাকা প্রায় ৪ লাখ রোহিঙ্গা
মিয়ানমার বলেছে,তারা ৩০ হাজার প্রত্যাবাসনকারীর জন্য একটি ট্রানজিট ক্যাম্প তৈরি করবে। নিজ বাড়ি বা আশেপাশে পুনর্বাসিত হওয়ার আগ পর্যন্ত তাদের সেখানেই অবস্থান করবে।  তবে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে ‘অগ্রহণযোগ্য’ ও রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মিয়ানমারের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পকে ‘কনসেনট্রেশন ক্যাম্প’ বলে আখ্যা দিয়েছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)। বিবৃতিতে বলা হয়,‘বাংলাদেশ থেকে প্রত্যাবাসিত রোহিঙ্গা শরণার্থীরা কখনোই তাদের পৈতিৃক ভূমি ও গ্রামে ফিরে যেতে পারবে না। বরং তাদের নিজেদের বাকি জীবনের সঙ্গে এসব কনসেনট্রেশন ক্যাম্পে জন্ম নেওয়া পরবর্তী প্রজন্মকেও ওই ক্যাম্পেই পার করতে হবে।’

/এফইউ/বিএ/
সম্পর্কিত
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড