X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

লিফলেট সতর্কতা সত্ত্বেও গাজা সীমান্তে হাজারও ফিলিস্তিনি, ইসরায়েলের গুলিতে নিহত ২

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০১৮, ১৯:৫২আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ২০:০৩

আকাশ থেকে লিফলেট ছড়িয়ে সতর্কতা দিয়েও অবরুদ্ধ গাজা সীমান্তে ফিলিস্তিনিদের রুখতে পারেনি ইসরায়েল। ভূমি দিবস উপলক্ষে টানা চতুর্থ সপ্তাহের মতো গাজা সীমান্তে জড়ো হয়েছে হাজার হাজার ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎজ দুই ফিলিস্তিনির নিহতের খবর দিয়েছে। জাবালিয়ার পূর্ব সীমান্তে ইসরায়েলের সেনা সদস্যদের গুলিতে তারা নিহত হয়েছেন। স্থানীয় সময় বিকেল চারটা পর্যন্ত এদিন আহত হয়েছেন আরও ৮০ ফিলিস্তিনি নাগরিক।

লিফলেট সতর্কতা সত্ত্বেও গাজা সীমান্তে হাজারও ফিলিস্তিনি, ইসরায়েলের গুলিতে নিহত ২
১৯৭৬ সাল থেকে বছরের ৩০শে মার্চ ফিলিস্তিনিরা ইসরায়েলের দখলদারিত্বের প্রতিবাদে ‘ভূমি দিবস’ পালন করছে। ওইদিন নিজেদের মাতৃভূমির দখল ঠেকাতে বিক্ষোভে নামলে ইসরায়েলি সেনাদের হাতে ৬ ফিলিস্তিনি নিহত হন। ২০০৭ সাল থেকে গাজা অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। এবছর ভূমি দিবস উপলক্ষে টানা ছয় সপ্তাহের কর্মসূচি নিয়েছে ফিলিস্তিনিরা। প্রতি সপ্তাহে গাজা সীমান্তে জড়ো হওয়া ফিলিস্তিনদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এখন পর্যন্ত এই কর্মসূচি ঘিরে নিহত হয়েছেন ৩৪ জন আর আহত হয়েছে প্রায় সাড়ে চার হাজার ফিলিস্তিনি। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন এই ঘটনার স্বাধীন তদন্তের দাবি তুলেছে।
গত সপ্তাহে ফিলিস্তিনি বিক্ষোভের থিম নির্ধারণ করা হয়েছিল ইসরায়েলের পতাকা পোড়ানো। আর শুক্রবারের বিক্ষোভটি আগের বিক্ষোভে নিহতদের স্মরণে উৎসর্গ করা হয়। এদিন ভোর থেকেই আকাশ থেকে গাজা সীমান্ত এলাকায় লিফলেট চড়াতে শুরু করে ইসরায়েলের সেনাবাহিনী। সেনা সদর দফতরের স্বাক্ষরে ছড়ানো ওই লিফলেটে গাজার সীমান্ত বেড়া থেকে ফিলিস্তিনিদের দূরে থাকার আহ্বান জানানো হয়। ওই লিফলেটে বলা হয়, তোমরা সহিংস ঝামেলায় অংশ নিচ্ছ। হামাস সেই সুযোগ কাজে লাগিয়ে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। যেকোনও পরিস্থিতির জন্য সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। বেড়া থেকে দূরে থাকো আর এর ক্ষতি করার চেষ্টা করো না।
তবে এই সতর্কতা উপেক্ষা করে সেখানে জড়ো থাকে হাজার হাজার ফিলিস্তিনি। এদিন প্রায় ৩০ হাজার ফিলিস্তিনি তাঁবু খাটিয়ে গাজা সীমান্তে অবস্থান নিয়েছে। এই বিক্ষোভের আয়োজকেরা বলছেন, আগামী ১৫ মে-এর আগে এই বিক্ষোভ থামবে না।

/জেজে/
সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
মুক্ত গণমাধ্যম দিবসের সভায় তথ্য প্রতিমন্ত্রীগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
‘মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’
‘মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেছেন
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেছেন
ইউক্রেনের শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি রাশিয়া: সুইজারল্যান্ড
ইউক্রেনের শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি রাশিয়া: সুইজারল্যান্ড
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ