X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের প্রচারণা শিবিরের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০১৮, ২৩:১৩আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ২৩:৩৩

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়া, ট্রাম্পের প্রচারণা শিবির ও গোপন নথি ফাঁস করে বিশ্বব্যাপী আলোচনায় আসা বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। রিপাবলিক্যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণা শিবিরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী দল ডেমোক্রাটিক পার্টি ম্যানহাটনের একটি আদালতে অভিযোগ দায়ের করেছে বলে খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। আদালতে দায়ের করা নথিতে অভিযোগ তোলা হয়েছে নির্বাচনে জিততে ট্রাম্পের প্রচারণা শিবির উল্লসিত হয়ে রাশিয়ার সহায়তা নিয়েছে।

ট্রাম্প ও পুতিন

২০১৬ সালের মে মাসে প্রথম খবর প্রকাশ হয় যে ডেমোক্র্যাটিক পার্টিকে লক্ষ্যবস্তু বানাচ্ছে হ্যাকাররা। পরবর্তী দুই মাসে মার্কিন গোয়েন্দারা জানায় রাশিয়ার হ্যাকাররা এর সঙ্গে জড়িত। ওই বছরর জুলাইতে ডেমোক্র্যাটিক পার্টির ন্যাশনাল কনভেনশনের সময়ে হ্যাকারদের চুরি করা প্রায় ২০ হাজার অভ্যন্তরীণ মেইল প্রকাশ করে দেয় উইকিলিকস। এরপরই অভিযোগ ওঠে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে। এই অভিযোগ তদন্ত করে দেখছে রবার্ট মুলারের নেতৃত্বাধীন একটি কমিটি। বরাবর অভিযোগ অস্বীকার করলেও ট্রাম্পও ওই কমিটির কাছে স্বাক্ষ্য দিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, ম্যানহাটনের জেলা আদালতে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির দায়ের করা অভিযোগে কয়েক মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। আর এতে অভিযুক্ত করা হয়েছে রাশিয়ার সরকার, ট্রাম্পের প্রচারণা শিবির ও উইকিলিকস অর্গানাইজেশনকে।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, দায়ের করা অভিযোগে বলা হয়েছে ট্রাম্পের প্রচারণা শিবিরের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাশিয়ার সরকার ও সামরিক গোয়েন্দাদের সঙ্গে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টনকে আঘাতের ষড়যন্ত্র করে। ডেমোক্রাটিক পার্টির কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করে ট্রাম্পকে সহায়তা করা হয় বলেও অভিযোগ তোলা হয়েছে।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, নির্বাচনে এসব হস্তক্ষেপের পিছনে রাশিয়ার জড়িত থাকার বিষয়ে তারা খুবই আত্মবিশ্বাসী। তবে ট্রাম্প দাবি করে আসছেন, তদন্তের নামে তাদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।

 

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
পুতিনের পঞ্চম মেয়াদের শপথ অনুষ্ঠান বয়কট করলেন পশ্চিমা নেতারা
সর্বশেষ খবর
কেমন আছেন মিল্টনের আশ্রমের আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমের আশ্রিতরা
ভুয়া পুলিশ সদস্য আটক
ভুয়া পুলিশ সদস্য আটক
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়
করবস্থানের মাটি ভরাটের কাজে শ্রমিক নিয়োগে ঘুষ!
অতিদরিদ্রের কর্মসংস্থান কর্মসূচিকরবস্থানের মাটি ভরাটের কাজে শ্রমিক নিয়োগে ঘুষ!
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা