X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

সৌদি জোটের বিমান হামলায় হুথি বিদ্রোহীদের রাজনৈতিক প্রধান নিহত

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০১৮, ০৪:২২আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ০৪:৩০

সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রধান রাজনৈতিক নেতা সালেহ আল সামাদ নিহত হয়েছেন। আল সামাদ ইয়েমেনের রাজধানী সানা ও অন্যান্য বিদ্রোহী অধ্যুষিত এলাকার নিয়ন্ত্রণকারী সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলেন। সোমবার হুথি বিদ্রোহী পরিচালিত আল মাসিরাহ টিভিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

হথি বিদ্রোহীদের রাজনৈতিক প্রধান সালেহ আল সামাদ

খবরে বলা হয়, বৃহস্পতিবার হুদাইদা প্রদেশে এক বিমান হামলায় আল সামাদ নিহত হন। তার স্থানে মাহদি আল মাশাতকে নতুন সভাপতি নির্বাচিত করা হয়েছে।

টেলিভিশনে প্রচারিত বক্তব্যে হুথি নেতা আব্দুল মালিক আল হুথি বলেন, বৃহস্পতিবারের ওই বিমান হামলায় মোট সাতজন নিহত হয়। তিনি বলেন, ‘এই অপরাধ আমাদের জনগণ ও রাষ্ট্রের মনোবল ভাঙতে পারবে না। আর এই ঘটনার উচিত জবাব দেওয়া হবে।’ আল হুথি বলেন, ‘ওয়াশিংটন ও সৌদি শাসকদের নেতৃত্বাধীন এই হানাদার বাহিনী এমন ধরনের অপরাধ ও তার প্রভাবের জন্য দায়ী’।

এ ঘটনায় সৌদি জোটের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।  

তবে ২০১৪ সালে রাজধানী দখলের পর থেকে এই ঘটনা হুথি বিদ্রোহীদের জন্য সবচেয়ে বড় ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা। ইয়েমেন পোস্টের প্রধান সম্পাদক হাকিম আলমাসমারি আল জাজিরাকে বলেন, আর সামাদের মৃত্যু খুবই গুরুত্বপূর্ণ উন্নয়ন। তিনি হুথি নিয়ন্ত্রিত এলাকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। তাই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটাই রাজনৈতিকভাবে হুথিদের জন্য সবচেয়ে বড় ধাক্কা বলে বিবেচনা করা যেতে পারে।

ওই বিমান হামলার স্থানটিকে গুরুত্বপূর্ণ জানিয়ে আলমাসমারি বলেন, ‘হুদাইদাকে হুথিদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান হিসেবে মনে করা হয়। সেখানেই তাদের সব গোয়েন্দা সুবিধা রয়েছে। এটা হুথি ও তাদের নিরাপত্তার জন্য বড় নেতিবাচক দিক’।

২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। হুথি ও সালেহ জোট রাজধানী সানা দখল করলে দেশটির প্রেসিডেন্ট হাদি সৌদি আরব নির্বাসনে যান। ২০১৫ সালের মার্চে ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। এ অভিযানে এখন পর্যন্ত অন্তত ১০ হাজার মানুষ নিহত হয়েছেন। যুদ্ধের ফলে উদ্ভূত পরিস্থিতিতে প্রতিরোধযোগ্য রোগে মৃত্যু হয়েছে আরও ১০ হাজার মানুষের। গৃহহীন হয়েছেন কয়েক লাখ মানুষ। ভয়াবহ বিমান হামলার তাণ্ডবে দুর্ভিক্ষের মুখে পড়েছেন দেশটির সাধারণ মানুষ।

/আরএ/
সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
চ্যাম্পিয়নস লিগ, সেমিফাইনালভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস