X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

বিরোধীদলীয় নেতা নাভালিকে মুক্তি দিয়েছে রাশিয়া

বিদেশ ডেস্ক
০৬ মে ২০১৮, ২২:২৮আপডেট : ০৬ মে ২০১৮, ২২:৫১

রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ভ্লাদিমির পুতিনের শপথগ্রহণকে সামনে রেখে বিক্ষোভ থেকে আটকের পর দেশটির বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার রাজপথের বিক্ষোভ থেকে এই নেতাসহ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালি

মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা ওভিডি-ইনফো জানিয়েছে, শনিবারের বিক্ষোভ থেকে রাশিয়ার বিভিন্ন স্থান থেকে ১৬ শতাধিক মানুষকে আটক করা হয়। এর মধ্যে মস্কো থেকেই ৭ শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়। এর আগে পুতিনকে জার আমলের মতো স্বৈরাচারী শাসক হিসেবে আখ্যায়িত করেন রাশিয়ার বিরোধীদলীয় নেতা। পুতিনের প্রতি অনাস্থা জানাতে নিজের সমর্থকদের তাই রাস্তায় নেমে আসার আহ্বান জানান নাভালনি।

মস্কো থেকে আল জাজিরার প্রতিবেদক ররি চালান্দস বলেন, পুলিশ ও বিক্ষোভকারীদের ভিন্ন ভিন্নি বক্তব্যের কারণে ঠিক কত মানুষ পুতিনবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিল তা বলা কঠিন। তিনি বলেন, ‘তবে নিশ্চিতভাবেই দেশজুড়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আর এতে হাজার মানুষ অংশ নিয়ে রাস্তায় বের হয়ে এসেছিলেন’। ররির মতে, এই বিক্ষোভে মূল উদ্দেশ্য ছিল পুতিনবিরোধী মতবাদকে জারি রাখা।

নাভালি রুশ প্রেসিডেন্ট পুতিনের একজন কট্টর বিরোধী। ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের বিষয়টি সামনে এনেছিলেন। তবে আগের একটি অপরাধ মামলায় শাস্তি পাওয়ায় তাকে নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করে রাশিয়ার একটি আদালত। এর আগে ইউরোপিয়ান মানবাধিকার আদালত ওই রায়কে বাতিল করে দিয়েছিল। ওই সময় বলা হয়েছিল, নাভালি সঠিক বিচার পাননি। ইউরোপিয়ান ইউনিয়ন নাভালিকে নিষিদ্ধ করার পর রাশিয়ার নির্বাচনের পরিবেশ নিয়ে ‘মারাত্মক সন্দেহ’ প্রকাশ করেছিল। তবে নির্বাচনে পুতিন ৭৬ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন। এটাই ছিল তার সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়। তবে এরপরও নাভালি পুতিনের সমালোচনা অব্যাহত রেখেছিলেন।

২০১৮ সালের মার্চে অনুষ্ঠিত রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় পান পুতিন। এর ফলে আরও ছয় বছরের জন্য রাশিয়ার সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হলেন পুতিন। এ দফায় ২০২৪ সাল পর্যন্ত তিনি রাশিয়ার প্রেসিডেন্ট থাকছেন। সোভিয়েত জামানার জোসেফ স্ট্যালিনের পর তিনিই হবেন রাশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা শাসক। ১৯৯৯ সাল থেকে হয় প্রধানমন্ত্রী আর নয়তো রাষ্ট্রপতি হিসেবে রাশিয়ার ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছেন পুতিন। প্রথমে প্রেসিডেন্ট হয়ে পরে আবার প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। কারণ রাশিয়ার সংবিধান অনুযায়ী তার পক্ষে দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকা সম্ভব ছিল না। এবার আবারও প্রেসিডেন্ট হয়েছেন রাশিয়ার এই নেতা।

/আরএ/
সম্পর্কিত
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস