X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

নাজিব রাজাকের মালিকানাধীন স্থাপনা থেকে গহনা ও বৈদেশিক মুদ্রা জব্দ

বিদেশ ডেস্ক
১৮ মে ২০১৮, ১৪:৪১আপডেট : ১৮ মে ২০১৮, ১৮:২০

মালয়েশিয়ায় সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মালিকানাধীন বিভিন্ন স্থাপনা থেকে গহনা ও বৈদেশিক মুদ্রাসহ বিভিন্ন বিলাসবহুল বস্তু জব্দ করা হয়েছে।  পুলিশ সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাজধানী কুয়ালালামপুরে নাজিবের মালিকানাধীন বাড়ি-অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব মূল্যবান জিনিস জব্দ করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

নাজিব রাজাকের মালিকানাধীন স্থাপনা থেকে গহনা ও বৈদেশিক মুদ্রা জব্দ

নাজিবের বিরুদ্ধে অভিযোগ ৭০ কোটি ডলার আত্মসাৎ করেছেন তিনি। তার শাসনামলে মালয়েশীয় কর্তৃপক্ষ তাকে নির্দোষ ঘোষণা করলেও অন্যান্য দেশ তার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে। নির্বাচনের আগে বিরোধী জোটও ক্ষমতায় এলে তার বিরুদ্ধে দুর্নীতি তদন্তের প্রতিশ্রুতি দেয়। নির্বাচনে জয়ী হওয়ার পর ১০ মে শপথ নিয়েই মাহাথিরের নেতৃত্বে বিরোধী জোট ক্ষমতা নিয়েই নাজিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পুনঃতদন্তের নির্দেশ দেয়। মাহাথির মনে করেন, পুনরায় তদন্ত হলে আত্মসাৎ হওয়া বিপুল পরিমাণ অর্থ  উদ্ধার করা যাবে। নাজিবের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়। শুরু হয় তল্লাশি অভিযান।

পুলিশ কয়েকদিন ধরেই নাজিবের বাসা, অফিস ও অন্যান্য স্থাপনায় অভিযান চালাচ্ছে। একটা সময় নাজিবের বাড়ি থেকে সিন্দুকও সরিয়ে নিয়ে আসে তারা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ানএমডিবি দুর্নীতি মামলার অংশ হিসেবে তার মালিকানায় থাকা স্থাপনাগুলোতে অভিযান চালাচ্ছে পুলিশ।

দুর্নীতির অভিযোগই মাহাথির মোহাম্মদের কাছে নাজিবের হেরে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করা হয়। শুক্রবার দেশটির অপরাধ তদন্ত ইউনিটের প্রধান অমর সিং বলেন, জব্দকৃত বস্তুর মধ্যে ২৮৪টি ডিজাইনার হ্যান্ডব্যাগ সম্বলিত বাক্স আছে। তিনি বলেন, ‘আমাদের সদস্যরা অনেক ব্যাগে মালয়েশীয় রিনজিত, মার্কিন ডলার, ঘড়ি ও জুয়েলারি পান। এমন ৭২টি ব্যাগ জব্দ করা হয়েছে।’ এসব ব্যাগ কী পরিমাণ গহনা আছে তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।

 

/এমএইচ/বিএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
সর্বশেষ খবর
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
আজকের আবহাওয়া: ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান