X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

দুর্দান্ত সম্পর্কের সূচনা হয়েছে: ট্রাম্প

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৮, ০৯:৪৪আপডেট : ১২ জুন ২০১৮, ১২:০৬

সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া বৈঠকের প্রথম পর্ব এরইমধ্যে শেষ হয়েছে। স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হওয়া এই একান্ত বৈঠকে পরস্পরের সঙ্গে ৩৫ মিনিট আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর উত্তর কোরীয় নেতা কিম জং উন।  কিমের সঙ্গে একান্ত বৈঠক শেষে ট্রাম্প বলেছেন, ‘আমাদের মধ্যে দুর্দান্ত সম্পর্কের শুরু হয়েছে।’

দুর্দান্ত সম্পর্কের সূচনা হয়েছে: ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার (১২ জুন) ৯টায় (বাংলাদেশ সময় সকাল ৭টায়) সিঙ্গাপুরের গুরুত্বপূর্ণ স্যান্টোসা দ্বীপের হোটেল দ্য ক্যাপেলোতে ট্রাম্প ও কিমের এই ঐতিহাসিক বৈঠক শুরু হয়। এসময় তাদের সঙ্গে শুধুমাত্র একজন দোভাষী ছিলেন। বৈঠকের আগে দুই নেতাই হাত মেলান এবং হাসতে থাকেন। আর বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসে ট্রাম্প বলেন, ‘বৈঠক খুবই ইতবাচক হয়েছে। আমাদের মধ্যে এখন দারুণ সম্পর্ক।’ 

বৈঠক শুরুর আগে কিম বলেছিলেন, ‘এই অবস্থায় আসা আমাদরে জন্য সহজ ছিল না। সবসময়ই অতীত আমাদের টেনে ধরছিলো। তবে সবকিছু অতিক্রম করে আমরা ঠিকই আজ ইতিহাস তৈরি করেছি।’

৩৫ মিনিট ধরে একান্ত বৈঠকের পর শুরু হয়েছে দ্বিপাক্ষিক বৈঠক। এতে অংশ নিয়েছেন দুই দেশের কর্মকর্তারা।  যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলি ও জাতীয় নিরাপত্তা পরামর্শক জন বোল্টন। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় শেষ হবে এই বৈঠকটি।

সব জল্পনা-কল্পনা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় সিঙ্গাপুরের সেন্টাসা দ্বীপে বৈঠক শুরু করেন ‍দুই নেতা। প্রথমেই দুই দেশের পতাকার সামনে দাঁড়িয়ে হাত মেলান ট্রাম্প-কিম। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ১২ সেকেন্ড ধরে করমর্দন করেন তারা। কিমই প্রথম এসে ট্রাম্পের জন্য অপেক্ষা করতে থাকেন। বৈঠক শুরুর আগে থেকেই ট্রাম্প বলতে থাকেন যে এটা দুর্দান্ত বৈঠক হবে। আর কিম বলেন, ‘এমন অবস্থায় আসা সহজ ছিলো না।’ সাংবাদিকদের তিনি বলেন, শান্তি জন্য বড় এক ঘটনা ছিল আজকের দিনটি।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী