X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

কাশ্মিরের সংবাদমাধ্যমগুলোর ঈদ উদযাপনে সুজাতের মৃত্যুজনিত শোকের ছায়া

বিদেশ ডেস্ক
১৬ জুন ২০১৮, ১৬:৩২আপডেট : ১৬ জুন ২০১৮, ১৬:৩৫

শনিবার ভারতে উদযাপিত হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। তবে দেশটির মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল কাশ্মিরের মিডিয়া পাড়ায় যেন ঈদের আনন্দ নেই। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সাংবাদিক সুজাত বুখারি খুন হওয়ার পর সেখানকার সংবাদমাধ্যমগুলোতে নেমে এসেছে শোকের ছায়া। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও শোক ও একাত্মতা প্রকাশ করছেন কাশ্মিরবাসী।

কাশ্মিরের সংবাদমাধ্যমগুলোর ঈদ উদযাপনে সুজাতের মৃত্যুজনিত শোকের ছায়া

ভারতের জম্মু-কাশ্মিরের শ্রীনগরে বুখারীকে তার কার্যালয়ের বাইরে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এখনও কেউ এই হত্যার দায় স্বীকার না করলেও পুলিশের ধারণা, জঙ্গিরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় শ্রীনগরে নিজের অফিসের বাইরেই গুলিবিদ্ধ হন ‘রাইজিং কাশ্মির’ পত্রিকার প্রধান সম্পাদক সুজাত আর তার দেহরক্ষী। কাশ্মিরের এক স্থানীয় সাংবাদিক বলেন, ‘রাইজিং কাশ্মির সম্পাদক সুজাতের মৃত্যুর শোক আপনি সব সাংবাদিকের চেহারাতেই স্পষ্ট দেখতে পাবেন। সবাই যেন ঘোরে আছে। আমরা এখনও বিশ্বাস করতে পারছি না যে কাশ্মিরের এত বড় সম্পদ আমাদের মাঝে নেই।’

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা সুজাত ও তার এক দেহরক্ষীকে  মৃত ঘোষণা করেন। খবরে বলা হয়, লাল চকের প্রেসক্লাবের বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলেন সুজাত। আচমকা বন্দুকধারীরা তাকে গুলি করে পালিয়ে যায়। এই হত্যাকাণ্ডের সমালোচনা করেছেন কেন্দ্রীয় ও প্রাদেশিক মন্ত্রীরা। নিন্দা জানিয়েছেন বিরোধী দলসহ অন্যান্য নেতারাও। টুইটারেও চলছে সমালোচনার ঝড়। বলা হচ্ছে এটা ‘কাশ্মিরের জন্য এটা বিরাট ক্ষতি’। নাসিম কাদরি নামে একজন আইনজীবী লিখেছেন, ‘কলম হয়তো থামবে না কিন্তু সত্যের কণ্ঠ আজ থেমে গেল। অপরাধীরা এখনও ঘুরে বেড়াচ্ছেন।’

পাকিস্তানের সাংবাদিক ও লেখক হামিদ মির তার ফেসবুকে লেখেন, ‘কারা এই অজ্ঞাত বন্দুকধারী? যখন জঙ্গিরা প্রকাশ্যেই হামলা চালানোর সুযোগ পায়? তারা কি রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত নয়। তাদের পরিচয় কখনোই পাওয়া যায় না। আমরা মৌলভী ফারুক সাহেবকে, আব্দুল গনী লোন সাহেবকে হারিয়েছি। এবার হারালাম ড. সুজাত বুখারিকে একইভাবে হারালাম। কারা এই অজ্ঞাত বন্দুকধারী? তাদের গোয়েন্দারা কেন খুঁজে পায় না?’

ড. মুহাম্মদ জামাল ফেসবুকে বলেন, ‘আমাদের মাতৃভূমির যেসব মানুষের আওয়াজ সবার কাছে পৌঁছায় না তাদের কণ্ঠ হয়ে ছিলে বুখারি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক।’

কাশ্মিরের অনেকেই ছবি নিজেদের ফেসবুকের প্রোফাইলে সুজাত বুখারির ছবি বসিয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

 

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
নিজ্জার হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
সর্বশেষ খবর
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীর মুখেই কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীর মুখেই কুলুপ
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে