X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের কাউন্সিল ছাড়ার ঘোষণায় মার্কিন মানবাধিকার সংস্থাতেই অসন্তোষ

বিদেশ ডেস্ক
২০ জুন ২০১৮, ১১:৩৯আপডেট : ২০ জুন ২০১৮, ১২:১১

যুক্তরাষ্ট্রের মানবাধিকার কাউন্সিল ছাড়ার সিদ্ধান্তে খোদ মার্কিন মানবাধিকার সংস্থাতেই অস্বস্তি ও হতাশা দেখা দিয়েছে। মানবাধিকার সুরক্ষায় কাউন্সিলের ভূমিকার প্রশংসা করে হিউম্যান রাইটস ওয়াচ-এইচআরডব্লিউ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে ট্রাম্প প্রশাসনের ‘একপেশে মানবাধিকার নীতি’র প্রতিফলন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমন পরিস্থিতিতে কমিশনে থাকা অন্য দেশগুলোকে আরও জোরালোভাবে মানবাধিকার সুরক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের কাউন্সিল ছাড়ার ঘোষণায় মার্কিন মানবাধিকার সংস্থাতেই অসন্তোষ গত বছরও এই কাউন্সিলকে ‘ইসরায়েল-বিরোধী’ আখ্যা দিয়েছিলেন হ্যালি। মঙ্গলবার কমিশন ছাড়ার ঘোষণা দিতে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে হ্যালি বলেন, কাউন্সিলটি ‘মানবাধিকার রক্ষার প্রশ্নে খুবই দুর্বল সংগঠন।’ তার অভিযোগ  ‘ভণ্ড ও নিজ স্বার্থে পরিচালিত’ এই কাউন্সিল আসলে ‘মানবাধিকারের নামে রসিকতা করে’।

যুক্তরাষ্ট্রের ঘোষণার প্রতিক্রিয়ায় মার্কিন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের নির্বাহী পরিচালক বলেন, ট্রাম্পের সিদ্ধান্ত আদতে একপেশে মানবাধিকার নীতির প্রতিফলন, আর ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের পক্ষ নেওয়ার বিষয়টিই সবার আগে এসেছে।

তিনি বলেন, ‘সিরিয়া, মিয়ানমার, দক্ষিণ সুদান ও উত্তর কোরিয়ায় মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। তবে ট্রাম্পের কাছে গুরুত্বপূর্ণ ছিল ইসরায়েলের সমর্থন করা। গতবারও একই কারণে তারা কাউন্সিল থেকে সরে দাঁড়ায়। এখন অন্যান্য সদস্যরাষ্ট্রগুলোকে মানবাধিকার প্রতিষ্ঠায় আরও বেশি চেষ্টা করতে হবে।’

কমিশন ছেড়ে যাওয়ার মার্কিন ঘোষণার অল্প সময়ের মধ্যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রা’দ আল হোসেন বলেন, ‘হতাশাজনক হলেও অপ্রত্যাশিত নয়। আজকের বিশ্বমানবাধিকার পরিস্থিতির সাপেক্ষে যুক্তরাষ্ট্রের সামনের দিকে তাকানো উচিত। পেছনে ফিরে যাওয়া উচিত নয়।’

 

 

/এমএইচ/বিএ
সম্পর্কিত
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
পুতিনের পঞ্চম মেয়াদের শপথ অনুষ্ঠান বয়কট করলেন পশ্চিমা নেতারা
সর্বশেষ খবর
ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোটের প্রচারণায় সরকারি কর্মচারী
ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোটের প্রচারণায় সরকারি কর্মচারী
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
বিচারপ্রার্থীদের প্রসঙ্গে প্রধান বিচারপতি‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা