X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে নার্ভ এজেন্টে আক্রান্ত নারীর মৃত্যু

বিদেশ ডেস্ক
০৯ জুলাই ২০১৮, ২৩:৩৯আপডেট : ০৯ জুলাই ২০১৮, ২৩:৪২

যুক্তরাজ্যে নার্ভ এজেন্ট হামলায় আক্রান্ত নারীর মৃত্যু হয়েছে। গত মার্চে সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়ের ওপর একই নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছিল। নিহত নারী কখন কোথায় এই বিষাক্ত রাসায়নিকে আক্রান্ত হয়েছিলেন তা খোঁজার চেষ্টা করছে যুক্তরাজ্যের সন্তাস দমন কর্মকর্তারা।

যুক্তরাজ্যে নার্ভ এজেন্ট হামলায় নিহত ব্রিটিশ নাগরিক ডন স্টুর্জেস

রবিবার নিহত ব্রিটিশ নারীর নাম ডন স্টুর্জেস।  যুক্তরাজ্যের  দক্ষিণাঞ্চলীয় স্যালসবুরি শহরে অজ্ঞাত বস্তুতে আক্রান্ত হয়ে তিনিসহ দুই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর  তদন্ত শুরু করে যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী ইউনিটের কর্মকর্তারা। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, এই দুই ব্যক্তিই নার্ভ এজেন্ট নভিচকে আক্রান্ত হয়েছেন। এই নভিচক দিয়েই কিছুদিন আগে সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়ের উপর হামলা হয়েছিল।  নিহত স্টুর্জেস তিন সন্তানের মা। তার মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে মনে করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

যুক্তরাজ্যের সন্ত্রাসদমন শাখার উচ্চপদস্থ কর্মকর্তা স্কটল্যান্ড ইয়ার্ডের নেইল বসু বলেন, সর্বশেষ ঘটনা এমন ভয়ঙ্কর মোড় নেওয়ার পর আমরা আমাদের তদন্ত দলকে শক্তিশালী করেছি। আমরা এই ভয়ানক, বেপরোয়া ও বর্বর ঘটনায় দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে কাজ করে যাচ্ছি।

বাসু সাংবাদিকদের বলেন, স্টুর্জেস ও তার সঙ্গী চার্লি কিভাবে নভিচকের মতো নার্ভ এজেন্ট হামলার শিকার হলেন তা খুঁজে বের করাই আমাদের প্রথম লক্ষ্য। স্নায়ু যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন এই বিষাক্ত রাসায়নিক তৈরি করেছিল।

নার্ভ হামলার এলাকা ঘিরে রেখেছে যুক্তরাজ্যের নিরাপত্তা বাহিনী

নিজের ধারণার কথা জানিয়ে বাসু আরও বলেন, অপরাধীদের কাছে এই রাসায়নিকের মজুদ থাকতে পারে। আমরা তা খুঁজে বের করার চেষ্টা করছি। তিনি বলেন, আমাদের লক্ষ্য ও অগ্রাধিকার হলো এমন কোনও কন্টেইনার চিহ্নিত ও শনাক্ত করা যাতে এই বিষ রয়েছে বলে আমরা মনে করছি। 

গত ৪ মার্চ যুক্তরাজ্যের সালসবেরি শহরের একটি বিপণিকেন্দ্রের বেঞ্চে পক্ষত্যাগী রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল এবং তার ৩৩ বছরের কন্যা ইউলিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে এ ঘটনায় ব্যবহৃত নার্ভ এজেন্টের সন্ধান পায় ব্রিটিশ কর্তৃপক্ষ। তবে তাদের ওপর রাসায়নিক প্রয়োগের অভিযোগ অস্বীকার করে রুশ কর্তৃপক্ষ। এই নিয়ে পাল্টাপাল্টি কূটনৈতিক বহিস্কার কর দেশ দুটি। পরে এতে অন্য পশ্চিমা দেশগুলোও যোগ দেয়।

বুধবার পুলিশের তরফে জানানো হয়েছে, ওই নারী ও পুরুষকে যেখান থেকে উদ্ধার করা হয়েছে সতর্কতা হিসেবে সেই এলাকা ঘিরে রাখা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল হিরোইন বা কোকেন সেবনের পর এই দুজন অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু গবেষণাগারে পরীক্ষার পর জানা যায় রাসায়নিক বিষপ্রয়োগের শিকার তারা। ৪ মার্চ সাবেক রুশ গুপ্তচরের ঘটনায় ব্রিটিশ তদন্তে বেরিয়ে আসে ২৪ ঘণ্টা আগে বাড়ির দরজায় এই বিষ প্রয়োগ করা হয়েছিল।

নেইল বসু বুধবার এক বিবৃতিতে এই হামলায় নভিচক নার্ভ এজেন্ট ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছিলেনন। তিনি জানিয়েছিলেনন, একই নার্ভ এজেন্ট সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়ের ওপর প্রয়োগ করা হয়েছিল।  এই পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন, আক্রান্ত দুজনের কারোরই নিরাপত্তা ও গোয়েন্দা গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক বা যোগাযোগ নেই।

/আরএ/
সম্পর্কিত
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির আলোচনা নস্যাৎ করছেন নেতানিয়াহু, অভিযোগ হামাসের
যুদ্ধবিরতির আলোচনা নস্যাৎ করছেন নেতানিয়াহু, অভিযোগ হামাসের
বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে