X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনিদের জন্য দেড় কোটি ডলার সহায়তা ঘোষণা চীনের

বিদেশ ডেস্ক
১০ জুলাই ২০১৮, ২০:০৯আপডেট : ১০ জুলাই ২০১৮, ২০:১৩

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য দেড় কোটি ডলার সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। মঙ্গলবার বেইজিংয়ে আরব রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের এক বৈঠকে এই সহায়তার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর থেকে এসব কথা জানা গেছে। শি জিনপিং
হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট গত শনিবার এক খবরে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার অংশ হওয়ার লক্ষ্যে চলতি বছরেই ফিলিস্তিন আর ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকের আয়োজনের চেষ্টা চালাচ্ছে চীন।

গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেওয়ার ঘোষণা দেন। চলতি বছর সেই ঘোষণা বাস্তবায়ন করা হয়। ঘোষণার পর থেকেই ইসরায়েলি আগ্রাসনে বহু সংখ্যক ফিলিস্তিনি হতাহত হওয়ার প্রেক্ষাপটে  ফিলিস্তিনিদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের একক মধ্যস্ততা আর মানবে না তারা। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার নাম করে ‘শতাব্দীর সেরা চুক্তি’ অভিহিত করে নতুন এক পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্র। আর তাতে ফিলিস্তিনিদের বাধ্য করতে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সহায়তা তহবিলে বিপুল পরিমাণ সাহায্য কমিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র।

গত মাসে এক সম্মেলনে ফিলিস্তিনি শরণার্থী সহায়তা তহবিলে সাহায্য বাড়ানোর আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ওই ঘোষণার প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের জন্য নতুন সাহায্যের ঘোষণা দিল চীন। একই সঙ্গে  নতুন করে শান্তি প্রক্রিয়া শুরুর চেষ্টা করে কথা জানালো তারা। ২০০৬ আর ২০১৩ সালেও ফিলিস্তিন-ইসরায়েল বৈঠকের আয়োজন করেছে চীন। তবে তাতে সাফল্য আসেনি।

শনিবার বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, তার দেশ জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্বাস করে। তবে দুই পক্ষকেই ধৈর্য্য ধরতে হবে।

সূত্র: চ্যানেল নিউজ এশিয়া, রয়টার্স

 

/জেজে/বিএ/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীর মুখেই কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীর মুখেই কুলুপ
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে