X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘সীমিত আশা’ নিয়েই পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০১৮, ০৯:৪৭আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১০:০৮

বিক্ষোভপূর্ণ ইউরোপ সফর শেষে সোমবার (১৬ ‍জুলাই) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিনল্যান্ডের রাজধানী হেলসিনকিতে অনুষ্ঠিতব্য বৈঠক নিয়ে নিজের ‘সীমিত আশা’র কথা আগেই জানিয়েছেন ট্রাম্প। তবে এখান থেকেও ভাল কিছু বের হয়ে আসতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।

ফিনল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প

এই উচ্চ পর্যায়ের বৈঠক এমন সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগে ১২ রুশ নাগরিককে অভিযুক্ত করে মার্কিন আদালত। ওই নির্বাচনে রুশ নাগরিকরা ট্রাম্পের পক্ষে কাজ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। শুক্রবার রুশ নাগরিকদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর থেকেই পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করতে যুক্তরাষ্ট্রের ভেতর থেকেই আহ্বান জানানো হয়েছিল। তবে রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের অভিযোগ অস্বীকার করা হয়েছে।

ট্রাম্প বলেছেন, তিনি ইস্যুটি নিয়ে আলোচনা করবেন। তবে এই বৈঠকের নির্দিষ্ট কোনও আলোচ্যসূচি নেই। আর রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তারা সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য সংলাপ এগিয়ে নিয়ে যাবে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, উভয়পক্ষই বৈঠকে বসতে সম্মত হলেও এখানে কোনও আলোচ্যসূচি রাখা হয়নি। তবে তিনি বলেন, নির্বাচনে কারচুপির অভিযোগের বিষয়ে পুতিন কিছু জানে না এমনটা হওয়া কঠিন। এবিসি নিউজকে বোল্টন বলেন, ‘এই বৈঠকের সেটাও একটা উদ্দেশ্য, তাই প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট পুতিনের চোখে চোখ রেখে বিষয়টি জিজ্ঞেস করতে পারে’।

ট্রাম্প এই বৈঠকে যুক্তরাজ্যে বিষাক্ত নার্ভ এজেন্টে দুই ব্যক্তি আক্রান্ত হওয়ার বিষয়েও পুতিনের কাছে জানতে চাইতে পারেন। তদন্তকারীরা বলেছে, গত মার্চ মাসে সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়ের ওপরও একই নার্ভ এজেন্ট হামলা চালানো হয়েছিল। এছাড়া যুক্তরাজ্য সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলা বিষয়গুলো নিয়েও পুতিনের সঙ্গে বৈঠকে আলোচনা করবেন ট্রাম্প।  ট্রাম্প বলেছিলেন, ‘আমরা সিরিয়ার বিষয়ে কথা বলবো। মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশ নিয়েও আমরা কথা বলবো। এছাড়া পরমাণু বিস্তার নিয়েও আমি আলোচনা করবো।’ 

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ডেমোক্র্যাট দলের ইমেইল হ্যাকিংয়ের ঘটনায় রাশিয়ার ১২ জন নাগরিককে অভিযুক্ত করে শুক্রবার সংবাদ সম্মেলন করেছেন মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রজেনস্টেইন। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের ঘটনা তদন্তের অংশ হিসেবে এই অভিযোগ আনা হয়েছে। এর আগে ১৬ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার ১৩ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ এনেছে দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। এর মধ্যে তিনজনের বিরুদ্ধে টেলিগ্রাম জালিয়াতি ও পাঁচজনের বিরুদ্ধে পরিচয় চুরির অভিযোগ আনা হয়েছে। এছাড়া তিনটি রাশিয়ান কোম্পানির বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ করা হয়েছে।

এ ঘটনার পর দলের চেয়ারম্যান টম পেরেজসহ শীর্ষ ডেমোক্র্যাট নেতারা ট্রাম্পকে এই বৈঠক বাতিলের আহ্বান জানিয়েছিলেন। তারা পুতিনকে ‘যুক্তরাষ্ট্রের বন্ধু নয়’ বলে দাবি করেন। ডেমোক্র্যাটরা ছাড়াও শীর্ষ রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইনও বলেছেন, যদি প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনকে জবাবদিহিতার আওতায় আনতে না পারেন তাহলে এ বৈঠক করা উচিত হবে না। সূত্র: বিবিসি।

/আরএ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম