X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ভারতের আগামী সাধারণ নির্বাচনের ফল নিয়ে মমতার ভবিষ্যদ্ববাণী

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০১৮, ০২:৩৪আপডেট : ২২ জুলাই ২০১৮, ০২:৪০

২০১৯ সালে ভারতের সাধারণ নির্বাচনে কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপি’কে শপথ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়। ওই নির্বাচনের ফলাফল নিয়ে তার ভবিষ্যদ্ববাণী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি পার্লামেন্টে একশোরও কম আসন পাবে। পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের সবকটিতেই তার দল জয়ী হবে বলে মন্তব্য করে তিনি বলেন, মধ্য প্রদেশ ও রাজস্থানেও দলটি বড় পরাজয়ের মুখে পড়বে। ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার কলকাতায় এক বার্ষিক র‌্যালিতে এসব কথা বলেছেন তৃণমুল কংগ্রেস নেত্রী মমতা। ১৯৯৩ সালে ভিক্টোরিয়া হাউসের কাছে আগুনে পুড়ে ১৩ তরুণ কংগ্রেস কর্মী নিহত হওয়ার বার্ষিকী উপলক্ষে ওই র‌্যালি আয়োজন করা হয়। মমতা বন্দোপাধ্যয়

২০১৪ সালের লোকসভা নির্বাচনে জয় পাওয়া বিজেপি নেতৃত্বাধীন সরকারের মেয়াদ শেষে ২০১৯ সালের মার্চ মাসে ভারতের আগামী লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুক্রবার পার্লামেন্টে বিরোধীদের আনা একটি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। এমন প্রেক্ষাপটে আগামী নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত দেখছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

শনিবার কলকাতার র‌্যালিতে তিনি বলেন, তারা (বিজেপি) ২০২৪ সাল নিয়ে কথা বলে। আগে তারা ২০১৯ সাল পার করে দেখাক। এর আগে শুক্রবার পার্লামেন্টের অনাস্থা প্রস্তাবের আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে তার বিরুদ্ধে অনাস্তা প্রস্তাব নিয়ে ২০২৪ সালে চেষ্টা করার পরামর্শ দিয়েছিলেন।

মমতা জানান, আগামী নির্বাচন সামনে রেখে ‘বিজেপি হটাও, দেশ বাঁচাও’ স্লোগানে আগামী ১৫ আগস্ট থেকে প্রচার অভিযান শুরু করবে তার দল তৃণমূল কংগ্রেস। আগামী বছরের ১৯ জানুয়ারী রাজ্যে বিশাল র‌্যালি আয়োজনের ঘোষণা দিয়ে মমতা বলেন, ‘ওই র‌্যালিতে সর্ব ভারতীয় নেতারা থাকবেন, আর দেখবেন বাংলা প্রস্তুত।’

বিগত কয়েক মাস ধরে বিজেপির প্রধান প্রতিপক্ষ কংগ্রেস আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবেন না বলে জোর প্রচারণা চালাচ্ছেন মমতা। তার দাবি অন্য আঞ্চলিক দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হয়ে কেন্দ্রের সরকার গঠন করবেন তারা। আঞ্চলিক দলগুলোর জোট গঠনের কথা বললেও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এককভাবে নির্বাচন করবে বলে জানিয়ে আসছেন তিনি।

 

/জেজে/
সম্পর্কিত
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
সর্বশেষ খবর
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ