X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

অ্যাসাঞ্জের ভাগ্য নির্ধারণী বৈঠকে যুক্তরাজ্য-ইকুয়েডর

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০১৮, ০২:৪৬আপডেট : ২৮ জুলাই ২০১৮, ০৮:২১

বিশ্বজুড়ে ক্ষমতা উন্মোচনকারী বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকস এর এডিটর-ইন-চিফ জুলিয়ান অ্যাসাঞ্জের ভাগ্য নির্ধারণে বৈঠক করে যাচ্ছে যুক্তরাজ্য ও ইকুয়েডর। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এই বৈঠকের কথা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম বিবিসি।

জুলিয়ান অ্যাসাঞ্জ

৪৭ বছর বয়সী অ্যাসাঞ্জ রাজনৈতিক আশ্রয় নিয়ে ২০১২ সাল থেকে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে বাস করছেন। তবে শুক্রবার ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনে বলেন, তিনি কখনোই অ্যাসাঞ্জের কর্মকাণ্ডের পক্ষে ছিলেন না। আর দুই দেশের মধ্যে স্থায়ী যোগাযোগ চলছে। মোরেনো এর আগে অ্যাসাঞ্জকে ‘নিজের জুতোর মধ্যকার পাথর’ হিসেবে অভিহিত করেছিলেন। 

বৈশ্বিক প্রতিবন্ধী সম্মেলনে যোগ দিতে এই সপ্তাহে লন্ডনে গিয়েছিলেন ইকুয়েডরের প্রেসিডেন্ট। তবে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তার সফরকালে অ্যাসাঞ্জের বিষয়ে কোনও আলোচনা হয়নি।

এর আগে অ্যাসাঞ্জকে ছেড়ে দেওয়ার প্রচেষ্টা কোনও কাজে লাগেনি। কিন্তু সম্প্রতি সানডে টাইমস পত্রিকার খবরে বলা হয়েছে, বিষয়টি নিয়ে আবারও সংলাপ শুরু হয়েছে। স্পেনের রাজধানী মাদ্রিদে এক অনুষ্ঠানে ইকুয়েডনের প্রেসিডেন্ট মোরেনো সানডে টাইমসের খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দূতাবাস থেকে অ্যাসাঞ্জকে যেভাবেই বের করা হোক, তা যথাযথ আলোচনার মাধ্যমেই করা হবে।

জামিনের শর্ত ভঙ্গ করার অভিযোগ থাকায় ইকুয়েডর দূতাবাস ত্যাগ করা মাত্রই অস্ট্রেলিয়ান নাগরিক অ্যাসাঞ্জকে গ্রেফতার করবে যুক্তরাজ্য পুলিশ। সুইডেনে তার বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলায় কারণে ওই জামিন নিয়েছিলেন অ্যাসাঞ্জ। তবে ৬ বছর আগে সুইডেনে তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা গত ফেব্রুয়ারি মাসে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তদন্তও বন্ধ করে দিয়েছে সুইডেন। তবে তারপরও অ্যাসাঞ্জ মনে করেন, জামিনের শর্ত ভঙ্গের জন্য গ্রেফতার করা হলেও তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে। কারণ উইকিলিকসের মাধ্যমে অ্যাসাঞ্জ দেশটির অনেক গোপন নথি প্রকাশ করেছেন।

২০১০ সালের এপ্রিলে একটি ভিডিও ফুটেজ প্রকাশের মাধ্যমে উইকিলিকস বিশ্বব্যাপী আলোচনায় আসে। ওই ভিডিওতে দেখা যায়, ইরাকে মার্কিন সেনারা ১৮ জন বেসামরিক লোককে গুলি করে হত্যার করছে।

২০১৭ সালের ডিসেম্বরে অ্যাসাঞ্জ ইকুয়েডরের নাগিরকত্ব পান। তবে কয়েক মাস হলো দূতাবাসে তার ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অন্য দেশের বিষয়ে নাক গলানোর অভিযোগও আনা হয়েছে। গত মে মাসে লন্ডন দূতাবাসের অতিরিক্ত নিরাপত্তা সরিয়ে নেয় ইকুয়েডর। এর কারণ হিসেবে বলা হয়, বাড়তি নিরাপত্তার জন্য তাদের প্রতিমাসে হাজার হাজার ডলার খরচ করতে হচ্ছে। তবে দেশটির পক্ষ থেকে অ্যাসাঞ্জের সুরক্ষা নিয়ে বাড়তি সতর্ক থাকার জন্য যুক্তরাজ্য সরকারকে বলা হয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী অ্যালান ডানকান সম্প্রতি সংসদে বলেছেন, ‘আমাদের ইচ্ছা আমরা এটা শেষ করতে চাই। আমরা এটা নিশ্চিত করতে চাই যে, যদি তিনি (অ্যাসাঞ্জ) দূতাবাস থেকে বের হন তার সঙ্গে মানবিক ও যথাযথ আচরণ করা হবে’। তিনি আরও বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার হবে তার স্বাস্থ্যের দেখাশোনা করা, কারণ আমাদের মনে হয় তা অবনতি হচ্ছে’।

/আরএ/
সম্পর্কিত
পুতিনের পঞ্চম মেয়াদের শপথ অনুষ্ঠান বয়কট করলেন পশ্চিমা নেতারা
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
সর্বশেষ খবর
শান্ত-শরিফুলকে নিয়ে ক্লেমনের নতুন ক্যাম্পেইন
শান্ত-শরিফুলকে নিয়ে ক্লেমনের নতুন ক্যাম্পেইন
পোশাক শিল্পের হাত ধরেই দেশ উন্নত হবে: পাটমন্ত্রী
পোশাক শিল্পের হাত ধরেই দেশ উন্নত হবে: পাটমন্ত্রী
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
সুন্দরবনের আগুন পুরোপুরি নিভেছে: পরিবেশ মন্ত্রণালয়
সুন্দরবনের আগুন পুরোপুরি নিভেছে: পরিবেশ মন্ত্রণালয়
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল