X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বন্দুক সহিংসতা যুক্তরাষ্ট্রে মানবাধিকার সংকটে পরিণত হয়েছে: অ্যামনেস্টি

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৮

যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঘটনা মানবাধিকার সংকটে পরিণত হয়েছে বলে নতুন এক প্রতিবেদনে মন্তব্য করেছে মানবাধিকার গ্রুপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটি বলেছে, প্রতিবছর যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক মানুষ বন্দুক সহিংসতায় নিহত বা আহত হচ্ছে যা বিস্ময়কর। প্রতিবেদনে বলা হয়েছে, সরকার বন্দুক সহিংসতাকে মানবাধিকার সংকটে পরিণত হতে দিচ্ছে। বন্দুক সহিংসতা যুক্তরাষ্ট্রে মানবাধিকার সংকটে পরিণত হয়েছে: অ্যামনেস্টি

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটির বলছে, বন্দুক সংশ্লিষ্ট সহিংসতায় ২০১৬ সালে গড়ে প্রতিদিন ১০৬ জন মানুষ মারা গেছে। ওই বছর বন্দুক সংশ্লিষ্ট ঘটনায় মোট ৩৮ হাজার ৬৫৮ জন মারা যায়। এর মধ্যে প্রায় ২৩ হাজার ছিল আত্মহত্যা, ১৪ হাজার ৪০০’র বেশি ছিল হত্যাকাণ্ড। এছাড়া অনিচ্ছাকৃতভাবে এবং আইনি হস্তক্ষেপের কারণেও ১ হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে।  ওই প্রতিবেদনে বলা হয়েছে বন্দুক সহিংসতার কারণে আহত হয়েছে প্রায় এক লাখ ১৬ হাজারেরও বেশি মানুষ।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুক সহিংসতায় বেঁচে যাওয়া অনেকেই যে মানসিক, শারিরীক, পারিবারিক ও অর্থনেতিক আঘাত পান সারাজীবনেও তা পূরণ করতে পারেন না। প্রতিবেদনে বলা হয়েছে, জনস্বাস্থ্য সংকটের বড় একটি অংশ জুড়ে বন্দুক সহিংসতা থাকলেও এই বিষয়ে সরকারের প্রতিক্রিয়া খুবই সামান্য।

চলতি বছর অন্যান্য স্থানের পাশাপাশি ম্যারিল্যান্ড, টেক্সাস ও ফ্লোরিডায় অনেকে বন্দুক সহিংসতার শিকার হওয়ার পর বন্দুক আইন কঠোর করার দাবি ওঠে। ফেব্রুয়ারীতে ফ্লোরিডার ডগলাস হাইস্কুরে ১৯  বছর বয়সী নিকোলাস ক্রুজ নামেএক সাবেক শিক্ষার্থীর বন্দুক হামলায় ১৭ জন নিহত হয়। তিনমাস পর টেক্সাসের সান্টা ফে স্কুলের বাইরে এক তরুণের হামলায় ১০ জন নিহত হয়। এসব হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রজুড়ে রাস্তায় নেমে বন্দুক আইন কঠোরের দাবি তোলে শিক্ষার্থীরা।

গত বছর নেভাদায় এক কনসাটের্ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা ঘটে। ওই বনসার্টে বন্দুকধারীর গুলিতে নিহত হয় ৫৮ জন।

/জেজে/
সম্পর্কিত
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
সর্বশেষ খবর
শর্টকাটে বড়লোক হতে গিয়ে
শর্টকাটে বড়লোক হতে গিয়ে
নারী ফুটবল লিগ থেকে চারটি দলের ভোটাধিকার থাকছে!
নারী ফুটবল লিগ থেকে চারটি দলের ভোটাধিকার থাকছে!
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?