X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

কে পাচ্ছেন এবার শান্তিতে নোবেল পুরস্কার

বিদেশ ডেস্ক
০৫ অক্টোবর ২০১৮, ১৪:০০আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১৪:১০

আর মাত্র কয়েক ঘণ্টা পরেই ঘোষণা করা হবে শান্তিতে নোবেল বিজয়ীর নাম। প্রতিবছরের মতো এবছরও নোবেল পুরস্কারের এই ক্যাটাগরি নিয়েই সবার আগ্রহ বেশি। শুক্রবার বাংলাদেশ সময় বিকালে নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে। কে পাবেন এ বছরের নোবেল তা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বেশ কিছু নাম উঠে আসছে। বিশ্লেষকরাও বিভিন্ন জনের নাম বলছেন। নোবেলের সংক্ষিপ্ত তালিকায় উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের নামও।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, এখন পর্যন্তত ৩৩১ জন রয়েছেন সম্ভাব্য পুরস্কারজয়ীদের তালিকায়। এরমধ্যে ২১৬ জন ব্যক্তি ও ১১৫ টি প্রতিষ্ঠান। 

উত্তর কোরিয়ার কিম জং ও দক্ষিণ কোরিয়ার মুন জায়ে ইন

কিম জং উন এবং মুন জায়ে ইন

কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমাতে চলতি বছর শুরু থেকেই আলোচনা শুরু করেছেন দুই কোরিয়ার নেতারা। বিগত কয়েক দশকের মধ্যে এখনই সামরিক উত্তেজনা সবচেয়ে কম। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ারও পারষ্পরিক হুমকি কমে গেছে উল্লেখযোগ্য হারে। ট্রাম্প ও কিমের বৈঠকও হয়েছে। গার্ডিয়ান জানায়, নরওয়ের শান্তি কমিটি কিমকে বেছে নিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। 

ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

এবছরও সম্ভাব্য নোবেল বিজয়ীদের মধ্যে নাম রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। কোরীয় উপদ্বীপের উত্তেজনা প্রশমনকে বরাবরই নিজের সফলতা দাবি করে আসছেন ট্রাম্প। উত্তর কোরীয় কোনও নেতার সঙ্গে করমর্দন করা একমাত্র মার্কিন প্রেসিডেন্টও তিনি। গত বছর পর্যন্ত পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়ে আসলেও এখন পযন্ত যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া সম্পর্ক স্থিতিশীল। নোবেল কমিটির কাছে ট্রাম্পের নাম অন্তর্ভূক্তি করার আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন ১৮ জন রিপাবলিকান সিনেটর।

অ্যাঙ্গেলা ম্যার্কেল

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল

শরণার্থীদের আশ্রয় দিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল রাজনৈতিকভাবে দুয়ো শুনলেও প্রশংসা পেয়েছেন অনেক। ইতোমধ্যে সেইন্ট ফ্রান্সিস ল্যাম্প শান্তি পুরস্কার জিতেছেন তিনি। জাতিসংঘের শরণার্থী কমিশনও এবার তালিকায় আছেন। তবে তার চেয়ে কিছুটা এগিয়ে আছেন ম্যার্কেল।

কার্লেস পুজদেমন

এছাড়াও নোবেল কমিটির তালিকায় আরও যাদের নাম রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন কংগোর ডাক্তার ডেনিস মুকওয়েজে। গাইনোকলজিস্ট এই ডাক্তার দেশটির যৌন নিপীড়নের বিরুদ্ধে লড়াই করে আসছেন। এছাড়া কারারুদ্ধ সৌদি ব্লগার রাফি বাদাউইয়ের নামও রয়েছে তালিকায়। ট্রাম্পের নীতির বিরোধিতা  করা এসিএলইউ ও জিতে নিতে পারে এবারের নোবেল শান্তি পুরস্কার। বিশেষজ্ঞরা কাতালান স্বাধীনতাকামী নেতা কার্লস পুইজেমন্ত এর নামও প্রস্তাব করেছেন। 

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার