X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি নিহত

বিদেশ ডেস্ক
১৭ অক্টোবর ২০১৮, ১৪:১৯আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৪:২৫
image

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত তিনজন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এলাকা বীরসেবার একটি বাড়িতে চালানো রকেট হামলার জবাব দিয়েছে তারা।

গাজায় বিমান হামলার পর ধোঁয়া ওড়ার ছবি
শুক্রবার (১২ অক্টোবর) গাজার ইসরায়েল সীমান্তে নিয়মিত বিক্ষোভ করার সময় ইসরায়েলি বাহিনীর হামলায় ৭ ফিলিস্তিনি নিহত হয়। এরপর গাজা থেকে তেল আবিব লক্ষ্য করে রকেট হামলা হয়েছে বলে দাবি করে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর দাবি, এর জবাবে বুধবার সকালে গাজায় বিমান হামলা চালিয়েছে তারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার (১৭ অক্টোবর) সকালে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নাজি আহমদ আল জানিন নামে ২৫ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর এক টুইটার পোস্টে বলা হয়, ‘ভোর চারটার দিকে গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়, বীরসেবা এলাকার বাসিন্দারা তখন বোমামুক্ত আশ্রয়কেন্দ্রের দিকে দৌড়াতে শুরু করেন। আমরা ইসরায়েলের বেসামরিক জনগণকে সুরক্ষা দেব।’  

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা থেকে ছোড়া আরও একটি রকেট তেল আবিবের কাছে সাগরে পড়েছে বলে জানা গেছে। এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। কারা রকেটটি ছুড়েছে তা জানা না গেলেও এর জন্য হামাসকে দায করেছে ইসরায়েল। 

উল্লেখ্য, ফিলিস্তিনিদের নিজেদের ভূমি থেকে উচ্ছেদ করে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় জায়নবাদী রাষ্ট্র ইসরায়েল। ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। ফিলিস্তিনিরা চায় পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী বানাতে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের দখলদারিত্বকে স্বীকৃতি দেয় না। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধভাবে নির্মিত বসতিতে প্রায় ৬ লাখ ইসরায়েলি বসবাস করে। এই দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি জনতার প্রতিরোধকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে আসছে ইসরায়েল। 

/এফইউ/
সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
আজকের আবহাওয়া: ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান