X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১
মি টু আন্দোলন

যথাযথ প্রক্রিয়া মেনেও যৌন হয়রানির বিচার মেলেনি অশোকা বিশ্ববিদ্যালয়ে

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০১৮, ২০:২৩আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ২০:৫৫

প্রায় দুই বছর আগে ভারতের হরিয়ানা রাজ্যের সোনিপাতের অশোকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন তার অধস্তন এক নারী সহকর্মী। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ না নেওয়ায় মি টু আন্দোলন শুরুর পর প্রকাশ্য বিবৃতি দেন ওই নারী। তারপর তিনটি কমিটির তদন্তেও শিক্ষক মিতুল বড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত। তারপরও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি অশোকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের এই সহকারী অধ্যাপক এখনও বিশ্ববিদ্যালয়ে বহাল তবিয়তেই আছেন।

যথাযথ প্রক্রিয়া মেনেও যৌন হয়রানির বিচার মেলেনি অশোকা বিশ্ববিদ্যালয়ে

২০১৭ সালের এপ্রিল মাসে মিতুল বড়ুয়ার বিরুদ্ধে ধর্ষণ ও মানসিক নির্যাতনের অভিযোগ জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিচার চান তার অধস্তন সহকর্মী। তাতে দীর্ঘদিনেও কোনও কাজ হয়নি। তবে সম্প্রতি বিশ্বজুড়ে আলোড়ন তোলা #মি টু আন্দোনে চলচ্চিত্র ব্যক্তিত্ব ও মিডিয়া জগতের জ্যেষ্ঠ কর্তা ব্যক্তিদেরও জবাবদিহিতা করতে হচ্ছে। অথচ আগে এমন মানুষকে ধরা-ছোয়ার বাইরে বলে মনে করা হতো। এই আন্দোলন ওই নারীকে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে সাহস যোগায়। তারপর তিনি প্রথমবারের মতো প্রকাশ্যে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘যথাযথ প্রক্রিয়া অনুসরণ করার পরও অশোকা বিশ্ববিদ্যালয়ের নিষ্ক্রিয়তা আমাকে আতঙ্কিত করেছে। এটা আমার কাজের ওপর প্রভাব ফেলেছে। এক বছরের বেশি সময় পার হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিতুল বড়ুয়ার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়ার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে। তারা তাকে সেখানে শিক্ষাকতা করতে দিচ্ছে। আমি এই বিবৃতি দিচ্ছি শুধুমাত্র মি টু আন্দোলন আমাকে আমার দুই প্রায় দুই বছরের সংগ্রামের বিষয়টি সবার সামনে আনার সাহস যুগিয়েছে।’

প্রকাশ্যে বিবৃতি দেওয়ার পর জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি বিরোধী লৈঙ্গিক সংবেদশীলতা কমিটি, অশোকা বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি নিরোধ কমিটি ও আরেকটি অভ্যন্তরীণ কমিটি অভিযোগটি তদন্ত শুরু করে।  নেহেরু বিশ্ববিদ্যালয়ের কমিটি ওই শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ পায়। তারা মিতুলের বিরুদ্ধে কর্মক্ষেত্রে পুরুষতান্ত্রিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করে। আর অশোকা বিশ্ববিদ্যালয়ের কমিটি একে ‘ক্রিমিনাল অফেন্স’ হিসেবে চিহ্নিত করে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা কমিটি প্রাথমিকভাবে বড়ুয়ার বিরুদ্ধে কর্মক্ষেত্রে অসদাচরণের অভিযোগ এনেছে।

তদন্তের পর ঘটনাটি আলোর মুখ দেখবে বলে আশা করা হলেও গত ৭ জুলাই অশোকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি পাঠানো হয়। তাতে বলা হয়, ‘ অশোকা বিশ্ববিদ্যালয় এই মামলাটি যথাযথ নিয়মে ও ন্যায্যতার সঙ্গে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করেছে।’ তবে এতে মিতুল বড়ুয়ার বিরুদ্ধে কোনও পদক্ষেপের কথা উল্লেখ করা হয়নি। বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা আর কোনও মন্তব্য করতে অস্বীকার করেছে।

পরবর্তীতে ২৮ আগস্ট বর্তমান শিক্ষার্থীদের কাছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রতাম ভানু মেহতার পাঠানো এক ই-মেইলে বলা হয়, মিতুল বড়ুয়া ‘যৌন হয়রানির মামলায় দোষী প্রমাণিত হননি’। তবে তিনি অন্য কোনও অপরাধে দোষী হয়েছেন কিনা তাও সেখানে উল্লেখ করা হয়নি।

এতকিছুর পরও অশোকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে কোনও কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে। অনেক শিক্ষার্থী মিতুল বড়ুয়ার কাছে নিজেদের অনিরাপদ দাবি করে তার ক্লাস বর্জন করেছেন। এছাড়া এমন ঘটনার পরও মিতুল বড়ুয়ার শাস্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও।

/আরএ/
সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
নিজ্জার হত্যায় তিন ভারতীয়কে গ্রেফতারের কড়া প্রতিক্রিয়া জানালো ভারত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
সর্বশেষ খবর
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী