X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ইয়েমেনে সৌদি আগ্রাসন বন্ধের আহ্বান যুক্তরাজ্যের

বিদেশ ডেস্ক
১২ নভেম্বর ২০১৮, ১৫:৩৭আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৫:৪০

ইয়েমেনে সামরিক আগ্রাসন বন্ধ করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। সোমবার রিয়াদ সফরের প্রাক্কালে এক বিবৃতিতে এ আহ্বান জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। তিনি বলেন, ইয়েমেন যুদ্ধে মানবিক ক্ষতি ধারণাতীত। লাখ লাখ মানুষের বাস্তুচ্যুত হওয়া, দুর্ভিক্ষ, মহামারি ও রক্তপাত বন্ধে রাজনৈতিক সিদ্ধান্তই একমাত্র সমাধান হতে পারে। এর মাধ্যমেই অস্ত্রের ঝনঝনানির বদলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এ প্রক্রিয়ায় সবাইকে অঙ্গীকারাবদ্ধ করতেই উপসাগরীয় অঞ্চলে আমার এ সফর।

ইয়েমেনে সৌদি আগ্রাসন বন্ধের আহ্বান যুক্তরাজ্যের সফরে সৌদি বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদ, যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়েরের সঙ্গে বৈঠক করবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। এসব বৈঠকে ইয়েমেন ইস্যু ছাড়াও সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাবেন জেরেমি হান্ট। ইতোমধ্যেই এ হত্যাকাণ্ডের বিশ্বাসযোগ্য তদন্তের জন্য রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য।

২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে টুকরো টুকরো করে হত্যার পর এটাই কোনও ব্রিটিশ মন্ত্রীর প্রথম সৌদি সফর। তার এ সফরের একদিন আগে রবিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র দূতের সঙ্গে দেখা করেছেন সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজ। রাজধানী রিয়াদে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-এর খবরে বলা হয়, বৈঠকে রাজা সালমান ব্রিটিশ দূত সাইমন ম্যাকডোনাল্ডের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলেছেন। তবে ওই খবরে আলোচনার বিস্তারিত কিছু জানানো হয়নি।

খাশোগি হত্যাকাণ্ডের পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট মন্তব্য করেছিলেন, মূল্যবোধের মিল থাকলেই কেবল কোনও দেশের সঙ্গে মিত্রতা হতে পারে।

এদিকে সাংবাদিক জামাল খাশোগির খুনিদের জবাবদিহিতার আওতায় আনার ঘোষণা দিয়েছে সৌদি আরবের মিত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। রবিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে নিজ দেশের এমন অবস্থানের জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। যদিও এ হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে অভিযোগের আঙ্গুল খোদ সৌদি যুবরাজের বিরুদ্ধে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেদার নুয়ার্ট জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে যুক্তরাষ্ট্র জবাবদিহিতার আওতায় আনবে। সৌদি আরবকেও একই ব্যবস্থা নিতে হবে। সূত্র: আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী