X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ইসরায়েল সফর নিয়ে সমালোচনার মুখে শাদের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২৮ নভেম্বর ২০১৮, ২০:০৫আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৩:৫৩

ইসরায়েল সফর এবং দেশটির সঙ্গে কূটনেতিক সম্পর্ক স্থাপনের উদ্যোগ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন মধ্য আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ শাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি। দেশটির বিরোধী রাজনৈতিক নেতা ও নাগরিক গ্রুপগুলো বলছে, ইসরায়েল যতক্ষণ ফিলিস্তিনি ভূমি দখল অব্যাহত রাখবে ততক্ষণ তাদের সঙ্গে কূটনেতিক সম্পর্ক স্থাপন উচিত হবে না। এছাড়া আফ্রিকার রাষ্ট্রগুলোর সম্মিলিত সিদ্ধান্ত ছাড়া  সম্পর্ক স্থাপন উচিত হবে না বলেও মনে করেন তারা।  তবে বিশ্লেষকরা বলছেন, নিজ দেশের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা সহায়তা পেতেই দেশটির সঙ্গে সম্পর্ক গড়তে চাইছেন ইদ্রিস ডেবি। চাদের প্রেসিডেন্ট ও ইসরায়েলি প্রধানমন্ত্রী
বর্তমান আফ্রিকান ইউনিয়নের পূর্বসুরি সংগঠন অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৯৭২ সালে ইসরায়েলের সঙ্গে কূটনেতিক সম্পর্ক ছিন্ন করে শাদ। ওই সময়ে অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিটি সিদ্ধান্ত নেয় এর সদস্য দেশগুলো ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখবে না। তবে ইসরায়েলের দীর্ঘ যোগাযোগের পর কয়েক দশকের মধ্যে প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নেতা হিসেবে গত রবিবার (২৫ নভেম্বর) জেরুজালেম সফর করেন শাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি। এদিকে মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করতে শিগগিরই শাদ সফর করবেন নেতানিয়াহু।

ইদ্রিস ডেবির সফরের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে শাদের ২২টি নাগরিক সংগঠনের জোট সিভিল অ্যাসোসিয়েশন ফর জেরুজালেম। বিবৃতিতে বলা হয়েছে, এই বিবৃতির মাধ্যমে শাদের জনগণের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে জানাচ্ছি যে প্রেসিডেন্টের সফর আমাদের প্রতিনিধিত্ব করে না। এই সফর ফিলিস্তিনি ইস্যুতে আমাদের জনগণের সমর্থনে পরিবর্তন আনবে না।

অন্যদিকে শাদের বিরোধী দল ফ্রিডম অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির নেতা মাহমাত-আহমাদ আলহাবো বলেছেন, আফ্রিকান সম্মতি ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বহাল করা উচিত হবে না শাদের। তিনি বলেন, নিজের সফরের কথা শাদবাসীকে বলেননি ডেবি, ইসরায়েলি সংবাদমাধ্যম থেকেই দেশবাসীকে এই তথ্য জানতে হয়েছে।  আলহাবো বলেন, ইসরায়েল শুধু নিজের স্বাথর্ দেখে আর শাদকে তারা দাবার ঘুটি বানিয়ে অন্য আফ্রিকান দেশগুলোর সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে ব্যবহার করবে।

তবে বিশ্লেষকরা বলছেন, নিজ দেশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা সরঞ্জাম পেতেই তাদের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী হয়েছেন শাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি। রাজধানী এনডাজামেনা থেকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদক ফাদুল আবদেরাজাক বলেন, শাদের রাজনৈতিক স্টাবলিশমেন্টের সংখ্যাগরিষ্ঠদের ধারণা ইসরায়েলি সরঞ্জামের সহায়তায় নিজের নিয়ন্ত্রণ পাকাপোক্ত করতে তাদের সঙ্গে সম্পর্ক পুনর্বহালে আগ্রহী হয়ে উঠেছেন ইদ্রিস ডেবি।

/জেজে/
সম্পর্কিত
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু