X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সমালোচনায় ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০১৮, ১১:১৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১১:৩৯

সুদের হার নির্ধারণ নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একইসঙ্গে শেয়ার বাজার তথা অর্থনীতিতে সাম্প্রতিক মন্দাবস্থার সত্ত্বেও অর্থমন্ত্রী স্টিভেন মানচিনের ওপর আস্থা রাখার কথা জানিয়েছেন তিনি। ট্রাম্প মনে করেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ খুব দ্রুত তাদের সুদের হার বাড়িয়েছে। আর এতে করেই সংকট তৈরি হয়েছে। বড়দিন উপলক্ষে বিভিন্ন দেশে মোতায়েন মার্কিন সেনাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের এমন অবস্থানের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, মার্কিন প্রতিষ্ঠানগুলো পুরো দুনিয়ার মধ্যে সেরা। কেনাকাটার ক্ষেত্রে তারা একটি অসাধারণ সুযোগ সামনে তুলে ধরেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সমালোচনার প্রেক্ষিতে সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চান অর্থমন্ত্রী স্টিভেন মানচিনের ওপর তার আস্থা রয়েছে কিনা? উত্তরে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ। তার প্রতি আমার আস্থা রয়েছে। তিনি খুব প্রতিভাবান মানুষ। খুবই স্মার্ট একজন ব্যক্তি।’

অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শ্লথ গতির আশঙ্কা, শাট ডাউন বা প্রশাসনিক কার্যক্রমে আংশিক অচলাবস্থা এবং কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে ছাঁটাইয়ের আশঙ্কায় সোমবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার চালুর পর থেকেই দরপতনের চিত্র ছিল লক্ষ্যণীয়। এমন পরিস্থিতিতে টুইটারে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মার্কিন অর্থনীতির একমাত্র সমস্যা হচ্ছে ফেডারেল রিজার্ভ। তাদের মধ্যে বাজার নিয়ে কোনও অনুভূতি নেই। ফেডারেল রিজার্ভ যেন কোনও শক্তিশালী গলফার যে স্কোর করতে ব্যর্থ হচ্ছে, কারণ সে বল স্পর্শ করতে পারছে না।

এদিকে শেয়ার বাজার অস্থিরতার প্রেক্ষিতে রবিবার যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যাংকারদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির অর্থমন্ত্রী স্টিভেন মানচিন। এ সময় তিনি শীর্ষ ব্যাংকারদের সঙ্গে বাজার স্বাভাবিক করার বিষয়ে আলোচনা করলেও তা ফলপ্রসূ হয়নি।

/এমপি/
সম্পর্কিত
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী