X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত মেক্সিকোর কুখ্যাত মাদক ব্যবসায়ী

বিদেশ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৩৭আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৩৯

অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণের অভিযোগে মেক্সিকোর কুখ্যাত মাদক ব্যবসায়ী জোয়াকুইন এল চ্যাপো গুজম্যানকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। এগারো সপ্তাহ বিচারের পর মঙ্গলবার তার বিরুদ্ধে আনা ১০টি অপরাধের সবকটিতেই দোষী সাব্যস্ত করে ব্রুকলিনের ফেডারেল আদালত। এখনও  দণ্ড ঘোষণা করা না হলেও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ৬১ বছর বয়সী গুজম্যানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে। মেক্সিকোর কুখ্যাত মাদক ব্যবসায়ী জোয়াকুইন এল চ্যাপো গুজম্যান

২০০৬ সাল থেকে মেক্সিকোতে চলা মাদক বিরোধী যুদ্ধের অন্যতম চরিত্র গুজম্যান। ২০১৯ সালে তাকে আটকের পরের বছর যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করে মেক্সিকো। এর আগেও অনেক মাদক ব্যবসায়ীকে যুক্তরাষ্ট্রে পাঠানো হলেও প্রথমবারের মতো আদালতের দণ্ড পেতে যাচ্ছে গুজম্যান। মার্কিন প্রসিকিউটররা জানিয়েছে, মুক্তিপণ, হত্যা ও মাদক পাচারের মাধ্যমে প্রায় ১৪০০ কোটি মার্কিন ডলারের সম্পদ আয় করেছে গুজম্যান।

কয়েক মাস ধরে চলা বিচারে মার্কিন বিচারকেরা গুজম্যানের বিরুদ্ধে প্রায় দুইশো ঘণ্টার স্বাক্ষ্য শুনেছেন। ৫০ জন প্রত্যক্ষদর্শীল স্বাক্ষ্যতে এই মাদক ব্যবসায়ীর সিনালোয়া চক্রের প্রধান হিসেবে উত্থান এবং তার ক্ষমতা সম্পর্কে বর্ণনা করা হয়।  প্রসিকিউটররা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে প্রায় দুইশো টন কোকেন পাচারের জন্য দায়ী গুজম্যান। এছাড়া প্রতিদ্বন্দ্বী মাদক চক্রগুলোকে হত্যার ঘটনাতেও জড়িত সে।

মেক্সিকোর এক দরিদ্র পাহাড়ি গ্রামে জন্ম নেওয়া গুজম্যান কিভাবে দেশটির শীর্ষ মাদক ব্যবসায়ীতে পরিণত হয় তার বিস্তারিত বর্ণনা উঠে আসে আদালতে দেওয়া প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষে। প্রসিকিউটরা বলেছেন, প্রায় দুই দশক ধরে যুক্তরাষ্ট্রে কোকেইন, হেরোইন, ক্যানাবিজ ও মেথামফেতামিন পাচার করেছে গুজম্যান। হত্যা ও প্রতিদ্বন্দ্বি চক্রগুলোর সঙ্গে যুদ্ধের মাধ্যমে মেক্সিকোতে নিজের ক্ষমতাকে সংহত করেছে সে।

গুজম্যানের আইনজীবীরা আদালতে দাবি করেছেন, মেক্সিকোর সিনালোয়া প্রদেশের আরেক শীর্ষ মাদক ব্যবসায়ী ইসমায়েল এল মায়ো জামবাদা গুজম্যানকে বলির পাঁঠা বানিয়েছে। জামবাদা এখনও পলাতক রয়েছে।

/জেজে/
সম্পর্কিত
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী