X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ট্রেনে করে ভিয়েতনাম যাবেন কিম!

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০৭
image

আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে বৈঠক আয়োজনে জোরেসোরে প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম। এ প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্ট দুই সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, বৈঠকে যোগ দিতে ট্রেনে করে হ্যানয়ে যাবেন কিম। ট্রেনে করে চীন হয়ে ভিয়েতনাম পৌঁছাতে অন্তত আড়াইদিন লেগে যাবে তার।

ট্রাম্প ও কিম
আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ভিয়েতনামে ট্রাম্প ও কিমের দ্বিতীয় বৈঠক হবে। ওই বৈঠককে সামনে রেখে ২৫ ফেব্রুয়ারির মধ্যে হ্যানয়ে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে কিমের। সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে পিয়ংইয়ং থেকে ট্রেনে করে ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করবেন কিম। ভিয়েতনামের সীমান্ত স্টেশন ডং ডাং এ ট্রেনটি থামবে। এরপর সেখান থেকে গাড়িতে করে ১৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হ্যানয়ে পৌঁছাবেন তিনি।

অন্য সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, ভিয়েতনামের সরকারি এক অতিথিশালায় ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠক হবে।

গত বছরের জুনে সিঙ্গাপুরে ট্রাম্প-কিম ঐতিহাসিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে এক সমঝোতা চুক্তি হয়। যৌথভাবে কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার ব্যাপারে একমত হন তারা। তবে নিরস্ত্রীকরণের রূপরেখা সুনির্দিষ্ট না হওয়ায় দু’দেশের মধ্যে দর কষাকষি চলছে। এ বছরের শুরু থেকে ট্রাম্প বেশ কয়েকবার কিমের সঙ্গে নতুন বৈঠকের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। উত্তর কোরীয় নেতার সঙ্গে কয়েকটি চিঠিও আদান-প্রদান হয়েছে তার।  ট্রাম্প-কিম উভয় পক্ষের আগ্রহে জানুয়ারির তৃতীয় সপ্তাহে পিয়ংইয়ং এর শীর্ষ দূত কিম ইয়ং চোল ছেন ওয়াশিংটনে আসেন দ্বিতীয় দফার বৈঠকের দিন ক্ষণ নিয়ে আলোচনা করতে। সেই আলোচনায় দিনক্ষণ নির্ধারিত হলেও ভেন্যু (বৈঠকস্থল) নির্ধারিত না হওয়ায় ৬ ফেব্রুয়ারি পিয়ংইয়ংয়ে বৈঠক করতে যান যুক্তরাষ্ট্রের উত্তর কোরিয়া বিষয়ক দূত স্টিফেন বাইগুন। সেসময় আলোচনার ভেন্যু নির্ধারিত হয়।

/এফইউ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা