X
শুক্রবার, ২৩ মে ২০২৫
৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সীমান্ত দেয়াল নির্মাণে ১০০ কোটি ডলার হস্তান্তরের অনুমতি পেন্টাগনের

বিদেশ ডেস্ক
২৬ মার্চ ২০১৯, ১৫:১০আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৫:১৫
image

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে নতুন দেয়ালের একাংশ নির্মাণের জন্য সেনা প্রকৌশলীদের ১০০ কোটি ডলার হস্তান্তরের অনুমতি দিয়েছে পেন্টাগন। মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহানকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত জরুরি অবস্থার আওতায় এটাই প্রথম তহবিল। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের প্রশ্নে অনড় অবস্থানে থাকা ট্রাম্প কংগ্রেসকে পাশ কাটিয়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত
মেক্সিকো সীমান্তে স্থায়ী দেয়াল নির্মাণ ছিল ট্রাম্পের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি। নির্মাণ কাজ শুরু করতে চলতি বছর কংগ্রেসের কাছে ৫৭০ কোটি ডলার চেয়েছিলেন তিনি। তবে সে টাকা দিতে সম্মত না হওয়ায় কংগ্রেসের অনুমোদন দেওয়া অস্থায়ী বাজেট বরাদ্দে স্বাক্ষর করেননি ট্রাম্প। সেকারণে ৩৫ দিন অচল হয়ে থাকে মার্কিন কেন্দ্রীয় সরকারের একাংশ। সর্বশেষ অস্থায়ী বাজেটে স্বাক্ষর করে সরকার সচল রাখলেও তাতে দাবিকৃত অর্থ বরাদ্দ না পেয়ে ১৫ ফেব্রুয়ারি জরুরি অবস্থা ঘোষণার পথে হাঁটেন ট্রাম্প। যুদ্ধ কিংবা জাতীয় জরুরি অবস্থাজনিত পরিস্থিতির মধ্যে সামরিক নির্মাণ প্রকল্পগুলো পরিচালনার এখতিয়ার মার্কিন প্রেসিডেন্টের রয়েছে। কংগ্রেসকে পাশ কাটিয়ে সে সাংবিধানিক ক্ষমতাই ব্যবহার করেন ট্রাম্প। এর আওতায় মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কাজ পরিচালিত হবে।

সোমবার (২৫ মার্চ) মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান যুক্তরাষ্ট্রের আর্মি কর্পস অব ইঞ্জিনিয়ার্স এর কমান্ডারকে পরিকল্পনা শুরুর অনুমতি দিয়েছেন। এর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শুল্ক ও সীমান্ত টহলদার বাহিনীর কাছে ১০০ কোটি ডলার হস্তান্তর করা হয়েছে।

কেন্দ্রীয় একটি আইনকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, ওই আইনের আওতায় সড়ক নির্মাণ, সীমান্ত বেড়া নির্মাণ এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সীমান্তে মাদক পাচার করিডোরগুলো বন্ধ করতে বাতি স্থাপনের এখতিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রয়েছে।

ডেমোক্র্যাট সিনেটরদের অভিযোগ, তহবিল স্থানান্তরের ব্যাপারে কংগ্রেসকে অবহিত করার আগে যথাযথ কমিটির কাছ থেকে অনুমতি নেয়নি পেন্টাগন।

শানাহানের কাছে পাঠানো এক চিঠিতে সিনেটররা লিখেছেন, ‘একইসঙ্গে তহবিল হস্তান্তর করা এবং তা করতে গিয়ে কংগ্রেসীয় প্রতিরক্ষা কমিটির অনুমোদন না নেওয়া এ দুইটি বিষয়ই প্রতিরক্ষা অনুমোদন বিধির লঙ্ঘন।

/এফইউ/
সম্পর্কিত
হার্ভার্ডের আরও ৬০ মিলিয়ন ডলার অনুদান বাতিল করলো ট্রাম্প প্রশাসন
ভারতের ট্রাভেল এজেন্টদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা
ট্রাম্পের কর বিল পাস হলে রেমিট্যান্স পাঠাতে ব্যয় বাড়বে ভারতীয়দের
সর্বশেষ খবর
চট্টগ্রাম বিমানবন্দরে প্রস্তুত কার্গো স্টেশন, অপেক্ষা ফ্লাইট চালুর
চট্টগ্রাম বিমানবন্দরে প্রস্তুত কার্গো স্টেশন, অপেক্ষা ফ্লাইট চালুর
টিভিতে আজকের খেলা (২৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৩ মে, ২০২৫)
বিমানবন্দরে বেবিচকের নিরাপত্তাকর্মীদের নতুন পোশাক
বিমানবন্দরে বেবিচকের নিরাপত্তাকর্মীদের নতুন পোশাক
মার্শের ঝড়ো সেঞ্চুরিতে গুজরাটকে হারালো লখনউ
মার্শের ঝড়ো সেঞ্চুরিতে গুজরাটকে হারালো লখনউ
সর্বাধিক পঠিত
যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন: আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান ৪ বিদেশি সংগঠনের
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন: আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান ৪ বিদেশি সংগঠনের
নওগাঁয় আম পাড়া শুরু, আম্রপালি পাওয়া যাবে কবে
নওগাঁয় আম পাড়া শুরু, আম্রপালি পাওয়া যাবে কবে
বাংলাদেশে জনগণের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে সরকার: এইচআরডব্লিউ
বাংলাদেশে জনগণের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে সরকার: এইচআরডব্লিউ
আগস্টে সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পূর্ণাঙ্গ তালিকা দিলো সেনাবাহিনী
আগস্টে সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পূর্ণাঙ্গ তালিকা দিলো সেনাবাহিনী