মিচেল মার্শ তার প্রথম আইপিএল সেঞ্চুরি করলেন এবং সব মিলিয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয়। তার এই ইনিংসে আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৩ রানের সান্ত্বনাসূচক জয় পেয়েছে লখনউ সুপার জায়ান্টস।
ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে হাই স্কোরিং ব্ল্যাক পিচে লখনউ ২ উইকেটে ২৩৫ রানের বিশাল স্কোর করে। মার্শের ৬৪ বলে ১১৭ ও নিকোলাস পুরানের ২৭ বলে ৫৬ রানের সৌজন্যে এই রান করে তারা।
জবাবে গুজরাট ৯.৩ ওভারের মধ্যে শুবমান গিল, সাই সুদর্শন ও জস বাটলারকে হারায়। চলমান আইপিএলে এতো তাড়াতাড়ি প্রথমবার তিন ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরতে হলো।
এই আসরে বড় কোনও পরীক্ষা দিতে হয়নি গুজরাটের মিডল অর্ডারকে। সুযোগ পেয়ে তারা লখনউকে কঠিন পরীক্ষার মুখে ফেলে। চতুর্থ উইকেটে শেরফানে রাদারফোর্ড ও শাহরুখ খান ৪০ বলে ৮৬ রান যোগ করেন।
শেষ চার ওভারে ৬ উইকেট হাতে রেখে গুজরাটের দরকার ছিল ৫৪ রান। কিন্তু উইল ও’রোর্কে ১৭তম ওভারের প্রথম বলে রাদারফোর্ডকে ফিরিয়ে ব্রেকথ্রু আনেন।
রান তাড়া করতে গিয়ে এরপর ছন্দপতন হয় গুজরাটের। এই সময়ে মাত্র ২০ রান তোলে তারা, ছিল না কোনও বাউন্ডারি। বরঞ্চ পরে আরও চার উইকেট হারায় তারা। ৯ উইকেটে ২০২ রানে থামে গুজরাট।
এই হারের পরও শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করার দৌড়ে টিকে আছে গুজরাট। এজন্য চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পরের ম্যাচ জিততে হবে তাদের।