X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের ড্রোন প্রকল্পে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ব্রজেশ উপাধ্যায়, ওয়াশিংটন
০২ এপ্রিল ২০১৯, ১৪:১২আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৪:১৬

জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের ড্রোন প্রকল্পে সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আওতায় মিশনের কার্যক্রম পরিচালনায় বাংলাদেশের ড্রোন প্রকল্পে ১৩ মিলিয়ন ডলার অনুদান দেবে ওয়াশিংটন। এর আগে শান্তিরক্ষী মিশনকে আরও নিরাপদ করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘ মহাসচিব।

শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের ড্রোন প্রকল্পে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শান্তিরক্ষী মিশনের জন্য আননেমড এয়ারক্রাফট সিস্টেম (ইউএএস) মোতায়েনে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সক্ষমতা বাড়াতে সংস্থাটির প্রতি মার্কিন সরকারের অঙ্গীকার অব্যাহত থাকবে।

জাতিসংঘ শান্তি মিশনে পুলিশ ও সেনাসদস্য পাঠানো দেশগুলোর মধ্যে সদস্য সংখ্যায় দ্বিতীয় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে অপারেশনাল লেভেলে নজরদারির জন্য বাংলাদেশ একটি বিশেষ ইউনিট স্থাপনের অঙ্গীকার করেছে।

১৩ মিলিয়ন ডলারের অনুদান ছাড়াও বাংলাদেশকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যামে দক্ষতা অর্জনে সহায়তা করবে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। এছাড়া মিশনে কর্মরত বাংলাদেশিদের পেশাগত উন্নয়নেও নানা পরামর্শ দেওয়া হবে।

উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে ২০১৮ সালে ৯৮ শান্তিরক্ষীর মৃত্যু হয়। এ বছর এ সংখ্যা ইতোমধ্যেই ২৬-এ গিয়ে দাঁড়িয়েছে। ফলে এ মিশনের সদস্যদের নিরাপত্তার দাবিও দিন দিন জোরদার হচ্ছে। এজন্য জাতিসংঘের পক্ষ থেকেও এ ব্যাপারে সংস্থাটির সদস্য দেশগুলোর কাছ থেকে যন্ত্রপাতি ও প্রশিক্ষণগত সহায়তা চাওয়া হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
সর্বশেষ খবর
প্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
উপজেলা নির্বাচনপ্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
বিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র