X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বিজেপির প্রচারণা বহরে মাওবাদী হামলা, পার্লামেন্ট সদস্য নিহত

বিদেশ ডেস্ক
০৯ এপ্রিল ২০১৯, ২০:১১আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২৩:৩০

লোকসভা নির্বাচনের আগমুহূর্তে মাওবাদী হামলার শিকার হলো বিজেপির নির্বাচনি প্রচারণার গাড়িবহর। মাওবাদীদের অত্যাধুনিক বিস্ফোরক হামলায় দলের একজন আইনপ্রণেতাসহ পাঁচজন নিহত হয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের দন্তেওয়াড়া নামক স্থানে ওই হামলা হয়। নিহতদের মধ্যে বিধায়ক ভীমা মাণ্ডভি ছাড়া বাকিরা তার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী বলে জানিয়েছে এনডিটিভি। জানা গেছে, হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের বন্দুকযুদ্ধ চলছে।

বিজেপির প্রচারণা বহরে মাওবাদী হামলা, পার্লামেন্ট সদস্য নিহত

 

১১ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ ভারতের লোকসভা নির্বাচন। ওইদিন ছত্তিশগড়ে একমাত্র যে কেন্দ্রটিতে ভোটগ্রহণের কথা রয়েছে সেই দন্তেওয়াড়া মাওবাদী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিতি। পুলিশ সূত্রে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার ক্ষমতাসীন বিজেপি দলীয় বিধায়ক ভীমা মাণ্ডভি সেখানে নির্বাচনি প্রচারণায় যাচ্ছিলেন। সে সময় তার গাড়িতে অত্যাধুনিক বিস্ফোরকের মাধ্যমে হামলা চালানো হলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, দূরনিয়ন্ত্রণ প্রযুক্তির সাহায্যে আইইডি‘র বিস্ফোরণ ঘটানো হয়েছে।

কংগ্রেস প্রার্থী দেবতি কারমাকে হারিয়ে গত বিধানসভা নির্বাচনে ভীমা মাণ্ডভি ছত্তিশগড় প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। স্থানীয় প্রশাসন মাওবাদী ওই হামলায় তার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র মাওবাদী হামলাকারীদের বন্দুকযুদ্ধ চলছে।

বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভি

উল্লেখ্য, কয়েক মাস আগে দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় মৃত্যু হয়েছিল দূরদর্শনের সাংবাদিক ও দু’জন পুলিশ কর্মীর। ওই হামলায় আহত হয়েছিলেন আরও ২ জন।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
নিজ্জার হত্যায় তিন ভারতীয়কে গ্রেফতারের কড়া প্রতিক্রিয়া জানালো ভারত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
সর্বশেষ খবর
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী