X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ইরানি বিপ্লবী বাহিনীকে সন্ত্রাসী তালিকাভুক্ত করায় প্রশংসা সৌদির

বিদেশ ডেস্ক
০৯ এপ্রিল ২০১৯, ২০:৫৬আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২৩:০৪

ইরানি সেনাবাহিনীর বিশেষায়িত দল রেভ্যুলশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) বা ইসলামি বিপ্লবী বাহিনীকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী বাহিনী হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়।

ইরানি বিপ্লবী বাহিনীকে সন্ত্রাসী তালিকাভুক্ত করায় প্রশংসা সৌদির

সোমবার আইআরজিসি’কে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সপ্তাহের মধ্যে তার ঘোষণা কার্যকর হবে। হোয়াইট হাউসের দাবি, বিশ্বব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে ইরানের প্রাথমিক হাতিয়ার আইআরজিসি। ট্রাম্পের ঘোষণার মাধ্যমে প্রথমবারের মতো অন্য কোনও দেশের সেনাবাহিনীকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী গোষ্ঠীর তকমা দিলো যুক্তরাষ্ট্র।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রকে উদ্ধৃত করে সৌদি প্রেস এজেন্সি জানায়, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে আসলে সৌদি আরবের দাবি প্রতিফলিত হয়েছে। সন্ত্রাসের প্রতি ইরানের সমর্থন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনেকদিন ধরেই এই আহ্বান জানিয়ে আসছিলো সৌদি আরব।
১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পরে শিয়া মতাবলম্বী শাসন ব্যবস্থার সুরক্ষায় গঠন করা হয় ইরানের বিপ্লবী গার্ডস কর্পস বা আইআরজিসি। ইরানের সবচেয়ে ক্ষমতাধর নিরাপত্তা সংস্থা বিবেচনা করা হয় তাদের। ইরানের অর্থনীতির বড় একটি অংশের নিয়ন্ত্রণ রয়েছে বাহিনীটির। ইরানের রাজনৈতিক ব্যবস্থার ওপরও প্রভাব রয়েছে তাদের।

বছরের পর বছর ধরে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক আধিপত্যের খোঁজে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইরান। দুই পক্ষের মধ্যে এই বৈরিতা দিন দিন বেড়েছে। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্বশক্তির সঙ্গে পরমাণু সমঝোতায় পৌঁছায় তেহরান। কিন্তু শুরু থেকেই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ইরানের এ সংক্রান্ত চুক্তির বিরোধিতা করে আসছে সৌদি আরব। এ নিয়ে দুই দেশের বাগযুদ্ধ তখন ব্যাপক আকার ধারণ করে। তবে নিজ ভূখণ্ড ছাড়িয়ে দুই দেশই ছায়াযুদ্ধে মেতেছে সিরিয়া, ইয়েমেন ও লেবাননে। যার শিকার হয়েছেন লাখ লাখ সাধারণ মানুষ।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
ঢাকা উইমেনস ম্যারাথন অনুষ্ঠিত হবে ২৪ মে
ঢাকা উইমেনস ম্যারাথন অনুষ্ঠিত হবে ২৪ মে
রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিলো ইসরায়েলি বাহিনী
রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিলো ইসরায়েলি বাহিনী
কাওরানবাজারে প্রাইভেটকারে আগুন
কাওরানবাজারে প্রাইভেটকারে আগুন
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ বন্ধকে ‘ডাল মে কুচ কালা’ বললেন ড. দেবপ্রিয়
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ বন্ধকে ‘ডাল মে কুচ কালা’ বললেন ড. দেবপ্রিয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র