X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

গ্রেফতারের মুহূর্তে নিজ মাথায় গুলি চালালেন পেরুর সাবেক প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০১৯, ২১:৪৯আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২১:৫৪

ঘুষ গ্রহণের অভিযোগে পুলিশ গ্রেফতার করতে আসার পর নিজের ছোঁড়া গুলিতে পেরুর সাবেক প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়া আহত হয়েছেন বলে খবর দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। মাথায় গুলিবিদ্ধ সাবেক এই প্রেসিডেন্টকে বুধবার রাজধানী লিমার কাসিমিরো উলোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তার অস্ত্রোপচার চলছে। পেরুর স্বাস্থ্যমন্ত্রী জুলেমা টমাস জানিয়েছেন তার অবস্থা মারাত্মক এবং গুরুতর। অস্ত্রোপচারের সময়ে তিনি তিন দফা হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করে আসছেন অ্যালান গার্সিয়া

১৯৮৫ থেকে ১৯৯০ এবং ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত দুই মেয়াদে পেরুর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন অ্যালান গার্সিয়া। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় ব্রাজিলের নির্মাণ প্রতিষ্ঠান ওদেব্রেচেটের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তদন্তকারীদের দাবি রাজধানীতে একটি মেট্রো লাইন নির্মাণের সময় ঘুষ নিয়েছিলেন তিনি। ওদেব্রেচেট স্বীকার করে নিয়েছে ২০০৪ সাল থেকে পেরুতে তারা প্রায় ৩ কোটি মার্কিন ডলার ঘুষ দিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে গার্সিয়ার দাবি রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন তিনি। মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি দাবি করেছেন তার বিরুদ্ধে কোনও ক্লু বা প্রমাণ নেই।

ঘুষ গ্রহণের মামলা তদন্তের স্বার্থে গত নভেম্বরে গার্সিয়ার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পেরুর একটি আদালত। পরে তিনি লিমায় উরুগুয়ের দূতাবাসে গিয়ে রাজনৈতিক আশ্রয় চান। তবে তার সেই আবেদন প্রত্যাখান করা হয়।

বুধবার ভোরে লিমায় গার্সিয়ার বাসভবনে তাকে গ্রেফতার করতে যায় পুলিশ কর্মকর্তারা। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তখনই নিজেকে গুলি করেন ৬৯ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট।

পেরুর স্বাস্থ্যমন্ত্রী জুলেমা টমাস জানিয়েছেন ৬.৪৫ মিনিটে তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। ১৫ মিনিটের মধ্যেই তাকে অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে সাবেক এই প্রেসিডেন্টের আইনজীবী ইরাসমো রেইনা সাংবাদিকদের বলেন, ‘তার সুস্বাস্থ্যতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন’।

/জেজে/
সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বশেষ খবর
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র