X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

৩ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভে উত্তাল কাশ্মির

বিদেশ ডেস্ক
১৩ মে ২০১৯, ২০:৩৭আপডেট : ১৩ মে ২০১৯, ২২:২৪
image

শিশু-ধর্ষণের এক নৃশংস ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মির। গত সপ্তাহে ধর্ষণের শিকার হয় তিন বছর বয়সী ওই কন্যাশিশু। এ ঘটনায় অভিযুক্ত তাহির আহমেদ মীর নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিজেকে অপ্রাপ্তবয়স্ক প্রমাণ করতে তাহির একটি প্রাইভেট স্কুলের সার্টিফিকেট হাজির করে। ক্ষোভ আছড়ে পড়েছে ওই স্কুলের ওপর। অভিযুক্ত ব্যক্তির কঠোর সাজা নিশ্চিতের জোরালো দাবি তুলেছে উপত্যকার শিক্ষার্থী, রাজনৈতিক দল ও নাগরিক সমাজ।

৩ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভে উত্তাল কাশ্মির

ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত সপ্তাহে ওই শিশুকে মিষ্টির লোভ দেখিয়ে ত্রাইগাম গ্রামের দূরবর্তী একটি চত্বরে নিয়ে ধর্ষণ করে তাহির। বাড়ি ফিরে শিশুটি বাবা-মাকে এ সম্পর্কে জানানোর পর অভিযুক্তকে পুলিশে ধরিয়ে দেয় তার বাবা। এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মেডিক্যাল পরীক্ষায় ওই শিশু ধর্ষণের ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। আটক তাহিরের বিরুদ্ধে ধর্ষণ ছাড়াও যৌন নিপীড়ন থেকে শিশু সুরক্ষা আইনে অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ায় বন্ধ করে দেওয়া হয়েছে কাশ্মিরের বেশ কয়েকটি স্কুল ও কলেজ। ঘটনার নিন্দা জানিয়েছে কাশ্মিরের সব রাজনৈতিক ও ধর্মীয় দল এবং সামাজিক গ্রুপ। ধর্ষণের তদন্ত দ্রুত শেষ করে অভিযুক্তের বিচার দাবি করেছেন তারা। এ ঘটনায় বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। আরও বিক্ষোভ এড়াতে মোবাইল ইন্টারনেট সার্ভিস বন্ধ রেখেছেন কর্তৃপক্ষ।

অভিযুক্ত ব্যক্তি নিজেকে শিশু প্রমাণ করতে একটি প্রাইভেট স্কুলের সার্টিফিকেট উপস্থাপন করলে বিতর্ক শুরু হয়। ক্ষুব্ধ গ্রামবাসী ওই স্কুলটি বন্ধের দাবি তোলার পাশাপাশি কয়েকজন স্কুলটিতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। ধর্ষণের শিকার শিশুটির ঘনিষ্ঠ আত্মীয় স্কুলটির প্রধান শিক্ষককে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা বলেন, মেডিক্যাল বোর্ড পরীক্ষার মাধ্যমে অভিযুক্তের বয়স শনাক্ত করবে। তিনি জানান, স্কুলের প্রধান শিক্ষকের দেওয়া সার্টিফিকেট তারা আমলে নিচ্ছেন না। তবে ক্ষুব্ধ গ্রামবাসীর রোষের শিকার হতে পারেন এমন আশঙ্কায় ওই প্রধান শিক্ষককে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
হাইপারসনিক অস্ত্র-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করবে জাপান ও যুক্তরাষ্ট্র
শির সঙ্গে বৈঠক করতে চীন সফরে পুতিন
ইউক্রেন নিয়ে চীনের শান্তি পরিকল্পনায় পুতিনের সমর্থন
সর্বশেষ খবর
বেনাপোলে পাঁচ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
বেনাপোলে পাঁচ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
টি-টোয়েন্টি বিশ্বকাপযুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
জাবালিয়ায় হামাসের শক্ত ঘাঁটিতে প্রবেশ ইসরায়েলের, অগ্রগতি নেই রাফায়
জাবালিয়ায় হামাসের শক্ত ঘাঁটিতে প্রবেশ ইসরায়েলের, অগ্রগতি নেই রাফায়
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!