X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বুথ ফেরত জরিপের ফল প্রত্যাখ্যান বিরোধীদের

বিদেশ ডেস্ক
২০ মে ২০১৯, ১৫:৩৫আপডেট : ২০ মে ২০১৯, ১৫:৪৩

বুথফেরত জরিপে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার আভাস দেওয়া হলেও বিরোধী দলগুলোর পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়েছে। কংগ্রেস নেতা শশি ঠারুর বলেছেন, জরিপের অনুমান ভুল প্রমাণিত হবে। পরিচালিত জরিপগুলোকে ক্ষমতাসীন বিজেপির আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ(আরএসএস) সমর্থিত প্রতিষ্ঠানগুলোর কৌশল আখ্যা দিয়েছেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা তেজস্বী যাদব। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংও জরিপের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিজেপিবিরোধী জোট গঠনে তৎপর তেলেগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু বলেছেন এই জরিপ মানুষের হৃদস্পন্দন ধরতে ব্যর্থ হয়েছে। ফলাফলকে গেম প্ল্যান আখ্যা দিয়ে বিরোধীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বুথ ফেরত জরিপের ফল প্রত্যাখ্যান বিরোধীদের

দেড় মাস ধরে সাত ধাপে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের ভোটগ্রহণের ফল ঘোষণা করা হবে আগামী ২৩ মে (বৃহস্পতিবার)। ১৯ মে ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথফেরত জরিপগুলো ফলের আভাস দিতে শুরু করেছে। দুই বুথফেরত জরিপে আবারও বিজেপি নেতৃত্বাধীন জোটের ক্ষমতায় আসার আভাস পাওয়া গেছে। তবে এই অনুমান আমলে নিতে রাজি নন দেশটির বিরোধী দলীয় নেতারা।

এক টুইট বার্তায় আরজেডি নেতা তেজস্বী যাদব লিখেছেন, ‘চলে যাওয়ার আগে বুথ ফেরত জরিপের নামে বাজারি বাধ্যবাধকতা বিক্রি হচ্ছে। সংঘ (আরএসএস) সমর্থিত প্রতিষ্ঠান আর সম্পদ ব্যবহার করে সুবিধাবঞ্চিতদের মনস্তত্ব নিয়ে খেলা তাদের (বিজেপি) পুরনো অস্ত্র। এটা বাতিল করে দিন। আমরাই জিতছি। ব্যালট ঘরের ওপর কঠোর নজর রাখুন। কৌশলি মানুষদের নোংরা খেলার কৌশল সফল হবে না।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ও তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রেসিডেন্ট চন্দ্রবাবু নাইডু এক টুইটার পোস্টে লিখেছেন, ‘সময় এবং বুথ ফেরত জরিপ আবারও মানুষের হৃদস্পন্দন ধরতে ব্যর্থ হয়েছে। বুথ ফেরত জরিপ ভুল প্রমাণিত হবে আর বহু ক্ষেত্রে মাঠ পর্যায়ের মাঠের বাস্তবতা থেকে আলাদা হবে। অন্ধ্র প্রদেশে যেমন নিঃসন্দেহে টিডিপি সরকার গঠন হবে, তেমনি আমরা আত্মবিশ্বাসী যে বিজেপি ছাড়া দলগুলো কেন্দ্রে বিজেপিহীন সরকার গড়বে’।

এই জরিপের মাধ্যমে ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মাধ্যমে ফল বদলে দেওয়ার কারসাজি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস নেতা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন, আমি বুথফেরত জরিপের রটনায় বিশ্বাস করি না। এটা একটা গেম প্ল্যান, যাতে এই রটনার মাধ্যমে হাজার হাজার ইভিএম বদলে দেওয়া যায়। আমি সব বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আবেদন জানাচ্ছি। শক্তিশালী থাকুন। আমরা সবাই একসঙ্গে লড়াই করবো।’

তৃণমূল কংগ্রেসের নেতা ডেরেক ও ব্রায়ানও ইভিএম কারসাজির প্রতিই ইঙ্গিত দেন। তিনি বলেন, এই তথাকথিত বুথ ফেরত জরিপ শুধু দ্বিধাই তৈরি করবে। সবার উচিত ২৩ তারিখ মূল ফলের জন্য অপেক্ষা করা।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বুথফেরত জরিপ প্রত্যাখ্যান করে বলেছেন, এইসব জরিপের সত্যতা প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে পাঞ্জাবে গিয়ে আমি নিজেও ভোটারদের মনোভাব বুঝতে পারবো না। তাহলে জরিপ কীভাবে ঠিক হয়।  

বুথফেরত জরিপই সব নয় বলে মন্তব্য করেছেন ভারতের উপ-রাষ্ট্রপতি ভেনকাইয়াহ নাইডু। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে ১৯৯৯ সালের পর থেকে বেশিরভাগ বুথফেরত জরিপের ফলাফলই ভুল এসেছে। এটি প্রকৃত অর্থ বহন করে না।’

তবে কংগ্রেসমিত্র ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ বুথ ফেরত জরিপে ভীত। তার মতে সবগুলো বুধফেরত জরিপের ফল ভুল হতে পারে না। তিনি বলেন, ‘এখন টিভি বন্ধ করে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বের হয়ে ২৩ তারিখের জন্য অপেক্ষা করতে হবে।’

/জেজে/বিএ/
সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
নিজ্জার হত্যায় তিন ভারতীয়কে গ্রেফতারের কড়া প্রতিক্রিয়া জানালো ভারত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী