X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

জয় শ্রী রাম বলতে রাজি না হওয়ায় মুসলিম তরুণকে মারধর

বিদেশ ডেস্ক
২৭ মে ২০১৯, ১৫:৫৫আপডেট : ২৭ মে ২০১৯, ১৭:৪৫

ভারতে বিজেপি শাসিত হরিয়ানা অঙ্গরাজ্যের গুরগাঁওতে জয় শ্রী রাম বলতে রাজি না হওয়ায় এক মুসলিম তরুণকে মারধরের ঘটনা ঘটেছে। মোহাম্মদ আলম বরকত নামের ওই তরুণ জানিয়েছেন, শনিবার মসজিদ থেকে ফেরার পথে রাস্তায় চারজন লোক তাকে ঘিরে ধরে। তারা তার পাঞ্জাবি ছিঁড়ে ফেলে এবং বার বার জয় শ্রী রাম বলার জন্য চাপ দিতে থাকে। রাজি না হওয়ায় তারা তাকে মারধর করে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জয় শ্রী রাম বলতে রাজি না হওয়ায় মুসলিম তরুণকে মারধর এর আগে এক ভাষণে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিশ্বাস অর্জনের কথা বলেছিলেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি। তিনি বলেন, এতদিন যেভাবে তাদের ভোট ব্যাঙ্কের স্বার্থে ব্যবহার করা হতো তার পরিবর্তন করতে হবে। তার এ বক্তব্যের একদিনের মাথায় বিজেপি শাসিত হরিয়ানার গুরগাঁওয়ে এমন অপ্রীতিকর ঘটনা ঘটলো।

এবারের নির্বাচনে হরিয়ানার ১০ আসনের সবকটিতেই জিতেছে উগ্র হিন্দুত্ববাদী বিজেপির প্রার্থীরা।

রবিবারের ঘটনার শিকার মোহাম্মদ আলম বরকত নামের ওই তরুণ এনডিটিভি-কে বলেন, ‘আমি মসজিদ থেকে ফিরছিলাম। তখন রাস্তায় একজন লোক আমাকে বলে টুপি খুলে ফেলতে হবে। রাজি হইনি বলে জোর করে টুপি খুলে দেয় এবং মারধর করতে থাকে। ইতোমধ্যে আরও কয়েকজন এসে ভিড় করে সেখানে। তারা জয় শ্রী রাম ধ্বনি উচ্চারণ করতে চাপ দিতে থাকে। আমি জিজ্ঞেস করি, আমাকে কেন এ কথা বলতে হবে। এইটুকু বলার পরই মারধর শুরু করে এবং আমার পাঞ্জাবি ছিঁড়ে ফেলে।’

এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ শুরু হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

এর আগে মধ্যপ্রদেশের সিওনি এলাকায় গরুর মাংস বহনের অভিযোগে এক মুসলমান দম্পতিসহ চারজনকে মারধর করা হয়েছে। সেই ঘটনা আবার ভিডিও করা হয়েছে। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন সেটি ফেসবুকে পোস্ট করে শুভম সিং নামের স্বঘোষিত এক গো-রক্ষক। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই ভিডিও। যেখানে দেখা গেছে, তিন পুরুষকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর এবং এক নারীকে জুতাপেটা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রদেশের সিওনি এলাকায় গরুর মাংস নিয়ে যাওয়ার সময় এ বর্বরতার শিকার হন এক মুসলিম দম্পতিসহ চারজন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, স্বঘোষিত গো-রক্ষকরা মারধরের পাশাপাশি জয় শ্রী রাম ধ্বনি উচ্চারণ করছে।

মারধরের ঘটনাটি ২২ তারিখের। এক মুসলমান দম্পতিসহ চারজন অটোতে করে যাচ্ছিলেন। তাদের সঙ্গে গরুর মাংস ছিল। সে সময় কয়েকজন যুবক তাদের পথ আটকে দাঁড়ায় এবং জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যায়, অটো ধরে বিক্ষোভ চলছে এবং ওই চারজনকে মারধর করা হচ্ছে।

/এমপি/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
নিজ্জার হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
সর্বশেষ খবর
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে