X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা হত্যাকারী সেনাদের সাজা মওকুফের ব্যাখ্যা দিলো মিয়ানমার

বিদেশ ডেস্ক
৩১ মে ২০১৯, ১২:২৪আপডেট : ৩১ মে ২০১৯, ১২:৩২
image

মিয়ানমারের সেনাবাহিনী দাবি করেছে, শীর্ষ জেনারেলের কাছে পরিবারের সদস্য ও বৌদ্ধ ভিক্ষুদের করা আবেদনের ভিত্তিতে রোহিঙ্গা হত্যায় জড়িত ৭ সেনার সাজার মেয়াদ কমিয়ে তাদের মুক্তি দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা গেছে, মিয়ানমারে দশ রোহিঙ্গা পুরুষসহ এক বালককে হত্যার অভিযোগে যে সাত সেনা সদস্যকে কারাদণ্ড দেয়া হয়েছিল দণ্ডভোগের মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই জেল থেকে তাদের ছেড়ে দেয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর তীব্র সমালোচনার মুখে সেনাবাহিনীর একজন মুখপাত্র ঘটনা নিয়ে মুখ খুলেছেন।

মিয়ানমারের ইন দিন গ্রামে গণহত্যায় নিহতরা (উপরে), একই ক্রমানুসারে তাদের স্বজনরা (নিচে

২০১৭ সালের সেপ্টেম্বরের শুরুর দিকে রাখাইনের উত্তরাঞ্চলীয় গ্রাম ইন দিনে সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদীরা ১০ রোহিঙ্গাকে গুলি করে হত্যা করে। তাদের রাখা হয় গণকবরে। সংবাদমাধ্যমে এ ঘটনা ফাঁস হওয়ার পর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমার কর্তৃপক্ষ রয়টার্সকে জানায়, ঘটনার অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে সেনাবাহিনী। সেই তদন্তের ভিত্তিতে দোষী সাব্যস্ত ৭ সেনাকে একই বছর এপ্রিলে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রয়টার্স-এর সাম্প্রতিক খবর থেকে জানা গেছে, মাত্র ৮ মাস সাজা ভোগের পর সাজাপ্রাপ্ত সাত সেনা সদস্যকে গত বছরের নভেম্বরেই জেল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

রয়টার্স-এর প্রতিবেদনে রোহিঙ্গা হত্যাকারী সেনাদের সাজা মওকুফের খবর প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সমালোচনার মুখে বলেছেন, সাজাপ্রাপ্তদের পরিবার আর বৌদ্ধ ভিক্ষুদের পক্ষ থেকে তাদের সাজার মেয়াদ কমিয়ে আনার ব্যাপারে শীর্ষ জেনারেল মিন আং হ্ল্যাং-এর কাছে আবেদন করেছিলেন। সেইসব আবেদনের ভিত্তিতেই তাদের মুক্তি দেওয়া হয়েছে। মিয়ানমার সেনাবাহিনীর তথ্য বিভাগের কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন

রেডিও ফ্রি এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে  ব্রিগেডিয়ার জেনারেল তুন বলেছেন, শীর্ষ জেনারেলের অফিসে কিছু মানুষ বহু চিঠি লিখেছেন। বৌদ্ধ ভিক্ষুদের পক্ষ থেকে লেখা বেশকিছু চিঠিতে বলা হয়েছিল, বন্দি থাকার কারণে সৈনিকদের পরিবার দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। প্রায় বছরখানেক কারাভোগের পর সামরিক চাকরি বিধির আওতায় শীর্ষ জেনারেল তাদের মুক্তি দেন’। ওই সেনা মুখপাত্র জানান, মুক্তি পেলেও সাজাপ্রাপ্তরা আর কখনও সেনাবাহিনীতে কাজ করার সুযোগ পাবে না।

২৭ মে (সোমবার) মিয়ানমারের কারা দফতরের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, ইন দিন গ্রামের হত্যাকাণ্ডের জন্য সাজাপ্রাপ্তদের কেউ আর তাদের কারাগারে নেই। দন্ডপ্রাপ্ত সৈনিকদের একজন রয়টার্সের কাছে মুক্তি পাওয়ার বিষয়টি স্বীকার করলেও এ নিয়ে বাড়তি কিছু বলতে অস্বীকৃতি জানায়। তার ভাষ্য,  "আমাদের চুপ থাকতে বলা হয়েছে।" যে দুই সাংবাদিক এই হত্যাকাণ্ডের ঘটনা ফাঁস করেছিলেন তাদের সাজা হয়েছিল সাত বছরের। ১৬ মাস কারাভোগের পর আন্তর্জাতিক সমালোচনার মুখে ওয়া লোন এবং কিয়া সো ও নামের ওই দুই সাংবাদিককে সম্প্রতি প্রেসিডেন্টের সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেয়া হয়।

 

/বিএ/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
সর্বশেষ খবর
ঢাকা-রাজবাড়ী রুটে দুই কমিউটার ট্রেনের উদ্বোধন
ঢাকা-রাজবাড়ী রুটে দুই কমিউটার ট্রেনের উদ্বোধন
মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি
মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা