X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

রাহুলের পদত্যাগের ভার বহন করতে পারবে না কংগ্রেস: সালমান খুরশিদ

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০১৯, ১৯:০০আপডেট : ০৩ জুন ২০১৯, ২৩:৪৮

দলের প্রেসিডেন্টের পদ থেকে রাহুল গান্ধীর পদত্যাগের ভার কংগ্রেস বহন করতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র নেতা সালমান খুরশিদ। তিনি মনে করেন, দলে রাহুলের বিকল্প বের করা কঠিন হবে। তবে সোমবার বার্তা সংস্থা পিটিআইকে এই কংগ্রেস নেতা বলেন, গান্ধী পরিবারের ইচ্ছাকে সম্মান করেন তিনি। কংগ্রেস নেতা সালমান খুরশিদ

ভারতের লোকসভা নির্বাচনে বিশাল ব্যবধানে পরাজয়ের পর গত ২৫ মে অনুষ্ঠিত কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভায় পদত্যাগের প্রস্তাব দেন প্রেসিডেন্ট রাহুল গান্ধী। নেহরু-ইন্দিরা পরিবারের উত্তরাধিকারী রাহুলকে পদত্যাগ করতে দিতে রাজি নন কংগ্রেসের সিনিয়র নেতারা। তবে এখন পর্যন্ত পদত্যাগের সিদ্ধান্তে অটল রয়েছেন রাহুল।

সোমবার কংগ্রেসের সিনিয়র নেতা সালমান খুরশিদের কাছে রাহুলের দায়িত্ব চালিয়ে যাওয়া দলটির সামনে একমাত্র বিকল্প কিনা তা জানতে চায় বার্তা সংস্থা পিটিআই। জবাবে খুরশিদ বলেন, ‘আমি তা-ই মনে করি। রাহুলের চলে যাওয়ার ভার নিতে পারবে না কংগ্রেস। তিনি (রাহুল) একটি যুদ্ধে লড়তে যাচ্ছেন বলে জানালেও পদ ছাড়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করার বিষয়ে এখনও তিনি অটল রয়েছেন।’ খুরশিদ বলেন, আমার মনে হয় দলের কাঠামোতে প্রচুর পরিবর্তনের দরকার।

নেহরু-গান্ধী পরিবারের প্রতি আগেও সমবেদনা দেখিয়েছেন সালমান খুরশিদ। তিনি মনে করেন, দলের ভোট ব্যাংক ঠিক রাখতে গান্ধী পরিবারের কোনও বিকল্প নেই। গান্ধী পরিবারের ইচ্ছার প্রতি নিজের সম্মান থাকার কথা জানিয়ে খুরশিদ বলেন, ‘আশা করি সব কর্মী ও সমর্থকের অনুভূতির প্রতি সম্মান দেখাবেন তিনি (রাহুল)। আমরা বুঝতে পারি এই সিদ্ধান্ত নেওয়া তার জন্যেও কষ্টের। তবে আমি আহ্বান জানাবো, তিনি পদে থাকলে আমরা আমাদের সব সমস্যার সমাধান খুঁজে বের করতে পারবো’।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর
ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর
ভুয়া মৃত সনদ নিজেই তৈরি করতো মিল্টন: হারুন অর রশীদ
ভুয়া মৃত সনদ নিজেই তৈরি করতো মিল্টন: হারুন অর রশীদ
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি